ads
ঢাকামঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

মস্কোতে বোমা বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত

ডেস্ক নিউজ
ডিসেম্বর ১৭, ২০২৪ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

মঙ্গলবার মস্কোতে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ। রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, একটি ইলেকট্রিক স্কুটারে লুকানো বোমার বিস্ফোরণে তিনি নিহত হন। কিরিলভ রাশিয়ার রেডিওঅ্যাকটিভ, রাসায়নিক ও জৈব প্রতিরক্ষা বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন।

রাশিয়ার রাষ্ট্র-পরিচালিত সংবাদ সংস্থা টাস (TASS) আইন প্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, বিস্ফোরকটির ক্ষমতা ছিল প্রায় ৩০০ গ্রাম টিএনটি-র সমতুল্য।

আল-জাজিরাকে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা (এসবিইউ)-এর এক সূত্র জানিয়েছে, তারা এই হামলার দায় স্বীকার করছে। সূত্রটি জানায়, “রাশিয়ার রেডিওলজিক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল ডিফেন্স ফোর্সের প্রধান ইগর কিরিলভকে হত্যার দায় আমাদের।”

রয়টার্স এবং এএফপি নিউজ এজেন্সিও এসবিইউ-এর একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, এসবিইউ এই হামলার পেছনে রয়েছে এবং নিহত জেনারেলকে তারা “বৈধ লক্ষ্যবস্তু” হিসেবে উল্লেখ করেছে।

ইউক্রেন এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।