মঙ্গলবার মস্কোতে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ। রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, একটি ইলেকট্রিক স্কুটারে লুকানো বোমার বিস্ফোরণে তিনি নিহত হন। কিরিলভ রাশিয়ার রেডিওঅ্যাকটিভ, রাসায়নিক ও জৈব প্রতিরক্ষা বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন।
রাশিয়ার রাষ্ট্র-পরিচালিত সংবাদ সংস্থা টাস (TASS) আইন প্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, বিস্ফোরকটির ক্ষমতা ছিল প্রায় ৩০০ গ্রাম টিএনটি-র সমতুল্য।
আল-জাজিরাকে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা (এসবিইউ)-এর এক সূত্র জানিয়েছে, তারা এই হামলার দায় স্বীকার করছে। সূত্রটি জানায়, “রাশিয়ার রেডিওলজিক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল ডিফেন্স ফোর্সের প্রধান ইগর কিরিলভকে হত্যার দায় আমাদের।”
রয়টার্স এবং এএফপি নিউজ এজেন্সিও এসবিইউ-এর একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, এসবিইউ এই হামলার পেছনে রয়েছে এবং নিহত জেনারেলকে তারা “বৈধ লক্ষ্যবস্তু” হিসেবে উল্লেখ করেছে।
ইউক্রেন এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।


