ময়মনসিংহের বলাশপুর এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-গৌরীপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রবিবার (১১ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে নগরীর বলাশপুর এলাকায় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের ট্রেন পরিচালক শাহদাত হোসেন বলেন, খবর পেয়ে লোকোসেডের উদ্ধারকারী দল সোয়া ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছেন।
তিনি আরও বলেন, আশা করি খুব দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com