ঢাকাসোমবার , ১৭ নভেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ভেটেরিনারিয়ান ডা. নাইম আকতার পলাশের অকাল মৃত্যুতে দি ভেট এক্সিকিউটিভের শোক

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৭, ২০২৫ ১২:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

দি ভেট এক্সিকিউটিভ-এর সক্রিয় সদস্য ও তরুণ ভেটেরিনারি চিকিৎসক ডা. মোঃ নাইম আকতার পলাশ আর নেই।
গত ১৬ নভেম্বর ২০২৫, রোববার বিকেলে মিরপুর ডেল্টা হাসপাতালে নেয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ডা. পলাশ ২০১৬ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) থেকে ডিভিএম ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে তিনি ন্যাচার কেয়ার ও অলটেকে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি ‘ট্রাওনিট্রেশন’-এ যোগদান করে নিষ্ঠা ও সুনামের সাথে কাজ করে যাচ্ছিলেন।

তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে। সদালাপি, সৎ ও অমায়িক স্বভাবের জন্য সহপাঠী, সহকর্মী ও পরিচিতদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়। কিছুদিন আগেই তিনি পিতাকে হারিয়েছিলেন। পরিবারের একমাত্র পুত্রসন্তান ডা. পলাশ ব্যক্তিগত জীবনে মা, স্ত্রী, দুই বোনসহ অসংখ্য প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার অকাল মৃত্যু পরিবার, সহকর্মী ও পেশাজীবীদের জন্য এক অপূরণীয় ক্ষতি।

তার মৃত্যুতে দি ভেট এক্সিকিউটিভ গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনের সভাপতি ডা. মোঃ রেজাউল করিম মিয়া এবং মহাসচিব ডা. মোহাম্মদ আল আমীন এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।