ads
ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ভিপি প্রার্থী আবিদের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন: এ্যানি

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম আবিদের বিরুদ্ধে ওঠা আচরণবিধি ভঙ্গের অভিযোগকে অস্বীকার করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, আবিদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এ্যানি বলেন, “আচরণবিধির ১২ (খ) ধারায় স্পষ্ট উল্লেখ আছে—নির্বাচনি কর্মকর্তা-কর্মচারী, প্রার্থী, পোলিং এজেন্ট ও রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কেউ ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।”

তিনি আরও বলেন, “আচরণবিধির ১২ (ক) ধারায় ভোটাররা পরিচয়পত্র দেখিয়ে কেন্দ্রে প্রবেশের অধিকার রাখেন। একইভাবে ১২ (খ) ধারায় প্রার্থীদের প্রবেশের সুযোগও নিশ্চিত করা হয়েছে। তাই ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী কোনো নিয়ম ভঙ্গ করেননি; তিনি পুরোপুরি বিধি মেনেই ভোটকেন্দ্রে প্রবেশ করেছেন।”

এ্যানির মতে, অভিযোগটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং নির্বাচনি পরিবেশে বিভ্রান্তি সৃষ্টির প্রচেষ্টা।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।