ঢাকা, ১২ ফেব্রুয়ারি ২০২৫ – এই ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) উদযাপনের জন্য ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) বাংলাদেশ এবং মিশন গ্রিন একসঙ্গে আয়োজন করছে "গাছের জন্য ভালোবাসা" ক্যাম্পেইন নিয়ে। এই উদ্যোগের লক্ষ্য গাছের প্রতি মানুষের ভালোবাসাকে সম্মান জানানো এবং পরিবেশ সংরক্ষণের প্রতি সচেতনতা বাড়ানো।
এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে, সবাইকে আহ্বান জানানো হচ্ছে নিজেদের প্রিয় গাছের ছবি তোলার এবং তার সঙ্গে একটি গল্প শেয়ার করার। ছবিটি #ValentinesDay #LoveForTree #UNDPBD হ্যাশট্যাগসহ @UNDPBD পেজকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে। সবচেয়ে বেশি এনগেজমেন্ট পাওয়া পাঁচজন বিজয়ীকে ইউএনডিপি বাংলাদেশ-এর পক্ষ থেকে উপহার হিসেবে গাছ দেওয়া হবে।
মিশন গ্রিন বাংলাদেশ-এই ক্যাম্পেইনের কমিউনিটি এনগেজমেন্ট পার্টনার হিসেবে কাজ করছে। সংগঠনটি দীর্ঘদিন ধরে বাংলাদেশে সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
এই উদ্যোগ সম্পর্কে মিশন গ্রীন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি বলেন, "ইউএনডিপি বাংলাদেশের পক্ষ থেকে ভালোবাসা দিবসের মতো একটি বিশেষ দিনে প্রকৃতির প্রতি ভালোবাসা প্রকাশের সুযোগ তৈরি করার চেষ্টা থেকেই এই আয়োজনটি করা হয়েছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা গাছের প্রতি মানুষের সংযোগ বাড়াতে চাই। গাছ শুধু আমাদের পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটি আমাদের জীবন, অনুভূতি ও স্মৃতির অংশ। আশা করছি সকলে নিজে যেমন এই আয়োজনে অংশ নেবেন তেমনি তার বন্ধুদেরও আগ্রহী করে তুলবেন।"
এই ক্যাম্পেইনের মাধ্যমে মানুষকে গাছের প্রতি ভালোবাসা জানাতে এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে উৎসাহিত করা হচ্ছে। আয়োজকরা আশা করছেন, এই উদ্যোগ বাংলাদেশের সবুজায়নে একটি ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভবিষ্যতে আরও বেশি মানুষ গাছ লাগাতে অনুপ্রাণিত হবে।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com