ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ভারতকে শেহবাজের কড়া বার্তা

আন্তর্জাতিক ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘদিনের বৈরী সম্পর্ক ও সীমান্ত উত্তেজনার পটভূমিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দিল্লিকে উদ্দেশ করে সরাসরি বার্তা দিয়েছেন। তার মতে, ভারত ও পাকিস্তান— দুজনেই প্রতিবেশী রাষ্ট্র, তাই সহাবস্থান করাই একমাত্র পথ। এখন সিদ্ধান্ত নিতে হবে ভারতকেই— তারা কি শত্রুতার পথেই থাকবে নাকি সুসম্পর্কের পথে অগ্রসর হবে।

লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের এক সমাবেশে শনিবার (২১ সেপ্টেম্বর) দেওয়া বক্তৃতায় শেহবাজ শরিফ কাশ্মীর প্রসঙ্গও জোরালোভাবে তোলেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “কোটি কোটি কাশ্মীরির রক্ত বৃথা যেতে দেব না।” তার মতে, কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া দুই দেশের সম্পর্ক কখনোই প্রকৃত অর্থে এগোতে পারবে না।

পাকিস্তানের অর্থনীতি, বৈশ্বিক সংকট, আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য ও সাম্প্রতিক উন্নয়ন তুলে ধরার পাশাপাশি শেহবাজ ভারত-পাকিস্তান সম্পর্কের দিকেও আলোকপাত করেন। পাকিস্তানি দৈনিক দ্য নিউজ ইন্টারন্যাশনাল এ খবর প্রকাশ করেছে।

তিনি বলেন, “ভারতের সঙ্গে আলোচনার দ্বার সবসময় খোলা আছে। তবে তা হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। আমরা চারটি যুদ্ধ করেছি, যেখানে কোটি কোটি ডলার নষ্ট হয়েছে। অথচ সেই অর্থ ব্যয় করা যেত শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও মানুষের জীবনমান উন্নয়নে।”

এ বছরের মে মাসে দুই প্রতিবেশী আবারও তীব্র সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে। পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় বিমান হামলার পর ইসলামাবাদ পাল্টা আঘাত হানে। ‘বুনইয়ানুম মারসুস’ (লোহার দেয়াল) নামের সেই অভিযানে পাকিস্তান দাবি করে, তারা ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে একটি ছিল ব্যয়বহুল ফরাসি রাফালে জেট।

প্রায় ৮৭ ঘণ্টা স্থায়ী সংঘাতে প্রাণহানি ও বিপুল সম্পদহানির ঘটনা ঘটে উভয় দেশে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে পারমাণবিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছিল। অবশেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পৌঁছায় ভারত ও পাকিস্তান।

কাশ্মীর প্রসঙ্গের পাশাপাশি শেহবাজ গাজার পরিস্থিতিও উল্লেখ করেন। তিনি বলেন, “গাজায় এখন পর্যন্ত ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই রক্তক্ষয় শুধু মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটি চাই বা না চাই— আমাদের এ অঞ্চলকেও দীর্ঘদিন প্রভাবিত করবে।”

শেষ পর্যন্ত শেহবাজ শরিফ আবারও আলোচনার বার্তা দেন। তার ভাষায়, “পাকিস্তান আলোচনায় প্রস্তুত। তবে শর্ত একটাই— ন্যায্যতা, সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে আলোচনার পথ এগোতে হবে।”

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।