শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ সেশনের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা। এদিকে পরীক্ষা কেন্দ্রগুলোর বাইরে ভর্তিচ্ছুদের বিভিন্ন সেবা দিতে প্রস্তুত থাকতে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ঢাবি ক্যাম্পাসে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় বেশ কয়েকটি ‘হেল্প ডেস্ক’ বসিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ঢাবি ছাত্রলীগের নির্দেশনায় তারা এই সেবামূলক কাজ করছে বলে জানান ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা। এসময় তারা শিক্ষার্থীদের পরীক্ষার হল খুঁজে দেওয়া, শিক্ষা উপকরণ বিতরণ করতেও দেখা যায়। তাছাড়া শিক্ষার্থীদের পিপাসা দূরীকরণে রাখা হয়েছে সুপেয় পানির ব্যবস্থা।
ঢাবিছাত্রলীগ নেতা সাদমান রিসান ও সৈয়দ নাফিজ চৌধুরী সকাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ভাইয়ের নির্দেশনায় ঢাবি ছাত্রলীগের পক্ষ থেকে আমরা প্রতিটি কেন্দ্রের সামনেই ভর্তিচ্ছুদের নানাবিধ সহায়তায় পাশে থাকার চেষ্টা করছি। শিক্ষার্থীদের মোবাইল, ঘড়ি, মানিব্যাগ রাখা থেকে শুরু করে অভিভাবকদের বসার ব্যবস্থা, জয় বাংলা বাইক সার্ভিস দেওয়া ও অন্যান্য শিক্ষার্থীবান্ধব কাজে আমরা সদা তৎপর রয়েছি।


