নাটোরের লালপুরে মহিষ প্রদর্শনী ও মহিষ পালন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জানুয়ারি ২০২৫, (সোমবার) সকালে উপজেলার বিলমাড়িয়ায় ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের আয়োজনে এ মহিষ প্রদর্শনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাফেলো এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. ওমর ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক ডাঃ আনন্দ কুমার অধিকারী, নাটোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মোহাম্মদ আখতার হোসেন এবং লালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার ড. ফারুকুল ইসলাম। এসময় চর এলাকার মহিষ পালনকারীদের সাথে বক্তারা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে উন্মুক্ত আলোচনা করেন।
প্রাণবন্ত এই অনুষ্ঠানে ব্র্যাকের কর্মকর্তারা আশ্বাস দেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ চর অঞ্চলে মহিষের জাত উন্নয়নে কাজ করবে এবং মহিষের রোগ প্রতিরোধে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক সেবা চালু করবে। এছাড়াও ন্যায্যমূল্যে মহিষের দুধ ক্রয়ের ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি প্রদান করেন।
সংবাদ লাইভ/কৃষি
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com