ঢাকাশুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ব্যাকলগ ও ইম্প্রুভমেন্ট নীতি সংশোধনে নোবিপ্রবি প্রশাসনকে ছাত্রদল নেতার উকিল নোটিশ

মাহী ছিদ্দীকী সিয়াম, নোবিপ্রবি প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২৫ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

ব্যাকলগ নীতি সংশোধন এবং জিপিএ ৩.০০ পর্যন্ত ইমপ্রুভমেন্ট পরীক্ষার সুযোগ প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রশাসন বরাবর উকিল নোটিশ পাঠানো হয়েছে।

নোবিপ্রবির বাংলা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ আলী এর পক্ষে নোয়াখালী জজ কোর্ট এর আইনজীবী এডভোকেট মো. আজগর আলী আরজু এই উকিল নোটিশ পাঠান। মোহাম্মদ আলী নোবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

নোটিশে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্প্রতি পূর্বঘোষিত নীতিমালা লঙ্ঘন করে নীতি সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর করেছে, যা পূর্ববর্তী ব্যাচের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রচলিত নীতির বিপরীতে কার্যকর করা হয়েছে। বর্তমান নীতির ফলে শিক্ষার্থীরা ইম্প্রুভমেন্ট পরীক্ষায় অংশগ্রহণ ও জিপিএ (৩.০০) উন্নয়ন এর ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এই ধরনের কার্যকলাপ প্রশাসনিক স্বেচ্ছাচারিতা এবং সংবিধানের ২৭,২৮ ও ৩১ অনুচ্ছেদের অধীন শিক্ষার্থীদের মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে এটি বাংলাদেশের প্রচলিত ন্যায় বিচারের নীতি- “Legitimate expectation” ও “Principle of fairness” এর পরিপন্থী ও সাংঘর্ষিক।

এতে আরও উল্লেখ করা হয়, জিপিএ ৩.০০ এবং এর নিচের প্রাপ্ত শিক্ষার্থীদের ইম্প্রুভমেন্ট পরীক্ষার সুযোগ না দেওয়া অযৌক্তিক ও বৈষম্যমূলক। এর ফলে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা, বৃত্তি ও কর্মসংস্থানে প্রতিযোগিতামূলক সুযোগ সুবিধা অর্জনে বঞ্চিত হচ্ছে, যা মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক।

এতে ইম্প্রুভমেন্ট ও ব্যাকলগ সংক্রান্ত নতুন নিয়ম অবিলম্বে পুনর্বিবেচনা করে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করতে বলা হয়েছে। যদি এই যৌক্তিক দাবি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা না হয়, তবে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী সকল আইনী প্রতিকার গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

এদিকে উকিল নোটিশ পাঠানো শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যাকলগ আর ইমপ্রুভমেন্টের হঠাৎ যে নতুন নিয়ম কার্যকর করেছে তা পূর্ববর্তী প্রচলিত নিয়মনীতির বিপরীতে কার্যকর করেছে। যার ফলে শিক্ষার্থীরা ব্যাকলগ আর ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেওয়ার যে ন্যায্য অধিকার রয়েছে তা থেকে বঞ্চিত হচ্ছে। নতুন নিয়মনীতি কার্যকর হওয়ার সাথে সাথে সাধারণ শিক্ষার্থীরা এটার বিরুদ্ধে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছে। কিন্তু শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলন বিশ্ববিদ্যালয় প্রশাসন আমলে নেয়নি। তাই শিক্ষার্থীদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে লিগ্যাল নোটিশ প্রেরণ করেছি। যদি এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।”

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।