ads
ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বে অফ বেঙ্গল ও আভাসের সুরে ভাসলো নিটার হল ফেস্ট ০৬

নিটার প্রতিনিধি
নভেম্বর ১, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চে (নিটার) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত বার্ষিক অনুষ্ঠান ‘০৬ ফেস্ট’। নিটারের সকল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় বহুল অপেক্ষিত হল ফেস্ট ০৬।

শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫), নিটারের সেন্ট্রাল ফিল্ড প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। দুপুরে ছিল খাবারের পর বিকেল থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নবীন প্রবীণ সকল শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নাচ, আবৃত্তি নানা সেগমেন্টে জমে ওঠে উৎসবের আমেজ।নিটারের অন্যতম এক চমক র‍্যাম্প শো-এর ঝলমলে পরিবেশে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে এবং আনন্দের উপভোগ করে।

রাতের মূল আকর্ষণ ছিল জনপ্রিয় ব্যান্ড বে অফ বেঙ্গল ও আভাস। তাদের প্রাণবন্ত পরিবেশনায় মুগ্ধ হয় উপস্থিত দর্শক-শ্রোতারা। সুর, আলো ও উচ্ছ্বাসে ভরে ওঠে নিটারের আকাশ-বাতাস।

উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও ‘০৬ ফেস্ট’ এর পুরো আয়োজনটি সম্পন্ন হয় নিটারের শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে। আনন্দঘন এই আয়োজনে অংশ নেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীরাও।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।