বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি ও দই-এর স্বাদ উপভোগ করতে রাজধানীর আদাবরে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী উৎসব। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই উৎসবে দুই শতাধিক শিক্ষার্থী ও নেতাকর্মী অংশ নেন।
উৎসবে আগতরা জানান, বগুড়ার আলু ঘাটি ও দই বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খাবার। ঢাকায় থেকে এই স্বাদ উপভোগ করা অনেকের জন্যই ছিল এক নতুন অভিজ্ঞতা। বিশেষ করে আলু ঘাটির মসলাদার স্বাদ ও দইয়ের অতুলনীয় মিষ্টত্ব সবাইকে মুগ্ধ করেছে। আয়োজকরা জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতিকে আরও চাঙ্গা করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী আয়োজনের মাধ্যমেও ছাত্রদের ঐক্যবদ্ধ করা সম্ভব বলে মনে করেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি রিফাত, যুগ্ম সম্পাদক মহান, তারেক, সোহেল, সহ-সাধারণ সম্পাদক ওয়াকিল, তামাম, সজন মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক ফিরোজ, মাইনুল, আশা, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব টিপু, বাংলাদেশ ইউনিভার্সিটি ছাত্রদলের সদস্য সচিব রিফাত, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বৃত্তি ও ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক ভিকি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তৌফিক, ধর্ম বিষয়ক সহ-সম্পাদক মুন্না সহ ২০০-এর বেশি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উৎসবে প্রধান আয়োজকদের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিনার হোসেন বলেন, ছাত্ররাজনীতি মানেই শুধু মিছিল-মিটিং নয়, আমরা সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী কর্মকাণ্ডের মাধ্যমেও একে গতিশীল করতে চাই। আজকের এই উৎসব তারই অংশ।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি শারিফুল ইসলাম বলেন, এ ধরনের আয়োজন শুধু সাংস্কৃতিক বন্ধনই দৃঢ় করে না, বরং ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যও বাড়ায়। এটি আমাদের ঐতিহ্য রক্ষার পাশাপাশি সংগঠনের গতিশীলতাকেও আরও বেগবান করবে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি এস এম রাবিদ হাসান বলেন, দেশের বিভিন্ন জেলার ঐতিহ্যকে সম্মিলিতভাবে উদযাপন করলে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়। আমরা চাই, ভবিষ্যতেও এমন আয়োজন চলমান থাকুক।
উৎসবের শেষ ভাগে অনুষ্ঠিত হয় একটি রাফেল ড্র, যেখানে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জিতে নেন অংশগ্রহণকারীরা। পুরো আয়োজনটি এক পর্যায়ে শিক্ষার্থী ও নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়। এমন ব্যতিক্রমী আয়োজনকে সবাই স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের উৎসব আয়োজনের আহ্বান জানিয়েছেন অংশগ্রহণকারীরা।
সংবাদ লাইভ/ঢাকা
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com