এগ্রিকালাচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে, সংগঠনটির সদস্যরা তার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য বিশেষ মিলাদ মাহফিল ও সাম্প্রতিক ছাত্র আন্দোলনে শহীদদের জন্য দোয়ার আয়োজন করা হয়। শুক্রবার (১৬ আগস্ট, ২০২৪) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটশন অব বাংলাদেশে (কেআইবি) মিলানায়তনে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুন ও সঞ্চালনা করেন প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন এ্যাব এবং কেআইবি র সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
আরো বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কৃষিবিদ আব্দুল্লাহ আল ফারুক, মুক্তিযোদ্ধা কৃষিবিদ মোসলেউদ্দিন ফারুক, সাবেক উপ-পরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষিবিদ ড. মো: শাহজাহান, সাবেক সিএসও ও সাবেক মহাসচিব এ্যাব, কৃষিবিদ ডক্টর কামরুজ্জামান কায়সার, সাবেক সহ-সভাপতি, শেকৃবি ছাত্র সংসদ,কৃষিবিদ আসাদুজ্জামান কিটোন, সাবেক সাধারণ সম্পাদক, কেআইবি ঢাকা মেট্রোপলিটন ও সদস্য এ্যাব, কৃষিবিদ সুমন আনসারী, সাবেক সভাপতি, ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
এসময় নেতারা, বেগম খালেদা জিয়ার দেশের রাজনৈতিক ও সামাজিক জীবনে অবদানের কথা তুলে ধরেন এবং তার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য বিশেষ প্রার্থনা করেন। এছাড়াও, তিনি সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করেন।

এ্যাবের নেতারা বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন। তার নেতৃত্ব ও সংগ্রাম দেশের উন্নয়ন এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিষ্ঠায় অবদান রেখেছে। আমরা তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। একইসাথে, আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সহনশীল ও শান্তিপূর্ণ সমাজ গড়তে আমরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি।
এছাড়াও মিলাদ ও দোয়া মাহফিলে এ্যাবের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন চ্যাপ্টারের সভাপতি, সাধারণ সম্পাদক সহ চ্যাপ্টার কমিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ছাত্রদল নেতৃবৃন্দসহ সহস্রাধিক নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন উপস্থিত। এ্যাবের আহবায়ক রাশিদুল হাসান হারুন সকল কৃষিবিদ নেতৃবৃন্দকে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উক্ত দোয়া মাহফিলের মাধ্যমে বিএনপি’র তিনদিনের কর্মসূচি শেষ করা হয়। ।
সংবাদ লাইভ/ঢাকা


