ঢাকাবুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বেইনের পিকনিকে সহস্রাধিক লোকের অংশগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক
সেপ্টেম্বর ৬, ২০২৩ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ডের(বেইন) আয়োজনে পিকনিক অনুষ্ঠিত হয়েছে। গত ৩ সেপ্টেম্বর এই পিকনিক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সহস্রাধিক বাংলাদেশী।

পিকনিকে নানা আয়োজনের মধ্যে ছিল শিশু, মহিলা ও পুরুষদের ভিন্ন ভিন্ন খেলা। ছিল র‍্যাফেল ড্র। এছাড়াও দিনভর ছিল মুখরোচক নানা খাবারের আয়োজন। পিকনিক উপলক্ষে কেউ আসেন শাড়ী পরে, কেউ আসেন পাঞ্জাবি পরে। সবার আগমনে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পিকনিকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের শিল্পী আমিনুল হক চৌধুরী। অনুষ্ঠানে তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, চমৎকার একটি আয়োজন। আমি বেইনের সভাপতি পারভীন চৌধুরী ও সাধারণ সম্পাদক তানভীর মুরাদকে ধন্যবাদ জানাই। এমন আয়োজনের ধারা অব্যাহত থাকুক। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রওশন আলম। বেইনের এমন আয়োজনের প্রশংসা করেন তিনি।

বোস্টন ইয়াংস্টার্সের ভাইস প্রেসিডেন্ট হাসান মাহমুদ বলেন, হাজারের অধিক লোকের অংশগ্রহণে খুব সুন্দর আয়োজন ছিল। স্বেচ্ছাসেবকরা সবাইকে সহযোগিতা করেছেন। খাবারসহ সবমিলিয়ে অসাধারণ একটি আয়োজন।

বেঙ্গল টাইগার্সের ভাইস প্রেসিডেন্ট দিল মোহাম্মদ বলেন,
বেইনের ইতিহাসে এমন পিকনিকের আয়োজন দেখিনি। এককথায় চমৎকার আয়োজন।

পিকনিকে অন্যদের মাঝে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ ইংল্যান্ডের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।