ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বিশ্ব রোবট অলিম্পিয়াডে নিটারের ‘NANOVARCE’ দলের গৌরবোজ্জ্বল সাফল্য

নিটার প্রতিনিধি
নভেম্বর ২১, ২০২৫ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ব রোবট অলিম্পিয়াড (WRO) ২০২৫-এর জাতীয় পর্যায়ের ফিউচার ইঞ্জিনিয়ারিং প্রতিযোগিতায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) অর্জন করেছে উল্লেখযোগ্য সাফল্য। প্রতিষ্ঠানের ‘NANOVARCE’ দলটি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের অসংখ্য অংশগ্রহণকারীর মধ্য থেকে জাতীয় রাউন্ডে জায়গা করে নেয় এবং নির্বাচিত ১৬ দলের মধ্যে সেরা দশে স্থান পায়।

দলটিতে ছিলেন ইইই বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফাহিম মুমতাহার সিয়াম ও সিএসই বিভাগের শিক্ষার্থী মীর আবু কাশেম ফারিগ। অটোমেশন ও রোবটিক্সে দুই তরুণ উদ্ভাবকের দক্ষতা এই প্রতিযোগিতায় স্পষ্টভাবে উঠে আসে।

ফিউচার ইঞ্জিনিয়ারিং সেগমেন্টে তাদের কাজ ছিল একটি স্বয়ংক্রিয় গাড়ি তৈরি করা। কৃত্রিম বুদ্ধিমত্তা, কম্পিউটার ভিশন, সেন্সর ইন্টিগ্রেশন ও উন্নত অ্যালগোরিদম ব্যবহার করে তারা এমন একটি সিস্টেম তৈরি করেন, যা জটিল ট্র্যাক অতিক্রম করতে সক্ষম। মডেল টিউনিং থেকে সিস্টেম ইন্টিগ্রেশন, সব কাজই তারা ধাপে ধাপে সম্পন্ন করেন।

জানা যায়, প্রকল্পটির প্রাথমিক অর্থায়ন ছিল সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে। তবে সম্ভাবনা দেখে নিটারের পরিচালক ও CRIR টিম প্রজেক্টটি পরিদর্শন করেন এবং পরবর্তী উন্নয়নের জন্য ৪০ হাজার টাকা ফান্ড প্রদান করেন। পুরো কার্যক্রমটি তত্ত্বাবধানে ছিলেন সিএসই বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উম্মে সারা।

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উম্মে সারা বলেন, “ফান্ডটি যদি আরও আগেই পাওয়া যেত, তাহলে শিক্ষার্থীরা আরও বড় অর্জন করতে পারতো। বাজেট পেতে দেরি হওয়ায় কিছু সীমাবদ্ধতা তৈরি হলেও তারা সেরা দশে এসেছে, এটাই তাদের অধ্যবসায়ের প্রমাণ।” তিনি আরও জানান, গবেষণাধর্মী কাজের জন্য আলাদা ফান্ড ও বিশেষজ্ঞ পর্যবেক্ষণ থাকলে নিটারের শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।

‘NANOVARCE’ দল জানায়, পুরো প্রক্রিয়ায় সহপাঠী মো. ওয়াহিদ ফারহান ও হাসিবুল হাসান মুবিন, মো: আম্মার বিন মহসিনসহ বেশকিছু সিনিয়রের কারিগরি পরামর্শ তাদের জন্য বড় সহায়তা ছিল। তারা বলেন, “আমরা থেমে নেই। সামনে আরও উন্নত সংস্করণ তৈরি করে আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিতে চাই।”

নিটারের তরুণ উদ্ভাবকদের এই সাফল্য শুধু প্রতিষ্ঠানকেই নয়, দেশের প্রযুক্তি ও রোবটিক্স অগ্রগতির ক্ষেত্রেও নতুন আশাবাদ যোগ করেছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।