চলতি বছরের অক্টোবরে বাংলাদেশের মাটিতে গড়াবে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ। আগামী ৩ অক্টোবর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নেবে ১০ দল। ২০ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এ আসরের।
আসন্ন এ টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড নারী দল।
ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। দিনের অন্য ম্যাচে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ নারী দল। যেখানে তাদের প্রতিপক্ষ বাছাইপর্ব পেরিয়ে আসা দল। ম্যাচটি হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, সন্ধ্যা ৭টায়।
এবারের আসরের সবগুলো ম্যাচ হবে ঢাকা ও সিলেটে।
গ্রুপ এ: অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং কোয়ালিফায়ার ১।
গ্রুব বি: বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও কোয়ালিফায়ার ২।
বাংলাদেশের ম্যাচগুলোর সূচি
তারিখ প্রতিপক্ষ সময় ভেন্যু
৩ অক্টোবর কোয়ালিফায়ার-২ সন্ধ্যা ৭টা ঢাকা
৫ অক্টোবর ইংল্যান্ড সন্ধ্যা ৭টা ঢাকা
৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ বিকেল ৩টা ঢাকা
১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকা সন্ধ্যা ৭টা ঢাকা


