নিজস্ব প্রতিবেদক: প্রকল্পের কাজ অসম্পূর্ণ রেখে বিল না দেয়ায় ঠিকাদার কর্তৃক বিএডিসির মাধ্যমে বাস্তবায়নাধীন “পাবনা-নাটোর-সিরাজগঞ্জ জেলায় ভূ-পরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্প (পানাসি প্রকল্প)” এর নাটোর (ক্ষুদ্রসেচ) জোনের সহকারী প্রকৌশলী নাসিম আহমেদ-এর উপর দলবদ্ধ হয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। সোমবার (৬ মার্চ) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু), পিইঞ্জ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ' ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এ দেশের প্রকৌশলীদের প্রতিনিধিত্বকারী একমাত্র জাতীয় প্রতিষ্ঠান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুনির্দিষ্ট দিকনির্দেশনায় দেশের অবকাঠামো ও সার্বিক উন্নয়নে দেশব্যাপী প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে ও মাঠ পর্যায়ে অবকাঠামোগত উন্নয়ন সহ জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এদেশের জাতীয় অর্থনীতিতে প্রকৌশলীরা উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, ভিশন-২০৪১, ডেল্টা প্ল্যান ২১০০ সহ আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে প্রকৌশলীরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন এবং ভবিষ্যতেও সে ধারা অব্যাহত থাকবে। সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অসাধু চক্র দেশের উন্নয়ন কাজকে বিভিন্ন অজুহাতে বাধাগ্রস্থ করছে। সেই সাথে দেশের মেধাবী প্রকৌশলীদের শারিরীক ও মানসিকভাবে লাঞ্ছিত করছে। গতকাল (০৫ মার্চ, ২০২৩ খ্রি. দুপুর ১২:৩০ মিনিটে) বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর "পাবনা-নাটোর-সিরাজগঞ্জ জেলায় ভূ-পরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্প (পানাসি প্রকল্প) " শীর্ষক প্রকল্পের নাটোর (ক্ষুদ্রসেচ) জোনের সহকারী প্রকৌশলী নাসিম আহমেদকে তার অফিসকক্ষে কর্তব্যরত অবস্থায় জনৈক রওশন আলম মাহমুদ (রাজু) এর নেতৃত্বে ঠিকাদার নামধারী ৩/৪ জনের একটি দল অতর্কিতভাবে হামলার মাধ্যমে শারীরিকভাবে লাঞ্ছিত - করার ঘটনাটি বিএডিসি প্রকৌশলী সমিতি'র পত্র এবং দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার নিউজের মাধ্যমে আইইবি'র দৃষ্টিগোচর হয়েছে।'
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, 'ইতোমধ্যে এব্যাপারে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর পানাসি প্রকল্পের নাটোর (ক্ষুদ্রসেচ) জোনের সহকারী প্রকৌশলী নাসিম আহমেদ কর্তৃক নাটোর থানায় গত ০৫/০৩/২০২৩ খ্রি. তারিখে একটি এজাহার দায়ের করা হয়েছে (এজাহার নাম্বার-১৬)। সরকারি দায়িত্ব পালনকালে একজন প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছনা করা আইনতঃ দন্ডনীয় অপরাধ। এই ধরণের অনাকাঙ্খিত ন্যাক্কারজনক ঘটনায় সারাদেশের প্রকৌশলীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করেছে। এ ঘটনায় স্থানীয় অবকাঠামো উন্নয়ন এবং ব্যবস্থাপনা, কর্মসংস্থান সৃষ্টি, আর্থ-সামাজিক উন্নয়ন, দারিদ্র দূরীকরণ এবং বৈশ্বিক খাদ্য সংকট। মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা “এক ইঞ্চি জমিও যাতে অনাবাদি না থাকে" বাস্তবায়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)'র কার্যক্রমের সাথে সাথে দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রমে বিঘ্ন ঘটবে বলে আইইবি মনে করে। এ পরিপ্রেক্ষিতে দেশের উন্নয়ন কার্যক্রমকে নির্বিঘ্নে সচল রাখতে মাঠপর্যায়ের প্রকৌশলীদের নিরাপত্তার স্বার্থে সার্বক্ষণিক নিরাপত্তা রক্ষী রাষ্ট্রীয়ভাবে প্রদান করার জন্য আইইবি জোর দাবী জানাচ্ছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একই সাথে এই ঘটনার সাথে জড়িত রওশন আলম মাহমুদ (রাজু) সহ ঠিকাদার নামধারী সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য অনুরোধ করছি।'
সংবাদ লাইভ/বিজ্ঞপ্তি
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com