ads
ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বাধ্য হয়েই জাতীয়তাবাদী বিশ্বাসী শিক্ষকরা অন্য দলের আশ্রয় নিয়েছে” দাবি নোবিপ্রবি সাদা দল সভাপতির

মাহী ছিদ্দীকী সিয়াম, নোবিপ্রবি প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২৬ ১২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষকরা দীর্ঘদিন একটি কার্যকর ও নিরাপদ প্ল্যাটফর্মের অভাবে বাধ্য হয়েই অন্য দলের আশ্রয় নিয়েছেন বলে মন্তব্য করেছেন নোবিপ্রবি বর্ধিত সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মু. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ে ‘বর্ধিত সাদা দল’-এর আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বর্ধিত সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, সাংগঠনিক অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষকগণ। এর আগে একই দিন সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সংগঠনটির কার্যক্রমের সূচনা করা হয়।

বর্ধিত সাদা দলে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সদস্য উপস্থিতির অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে বর্ধিত সাদা দলের সভাপতি ও ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, একটা সময় ফ্যাসিস্ট আমলে তারা এরকম ভাবে নিয়োগ দিতো যে যারা নিরপেক্ষ ছাত্র-ছাত্রী বা মেধাবী তাদের নিয়োগ পাওয়ার কোন সুযোগ ছিলো না। তোমরা তো নিজেরাই ছিলে, এখানে নিরপেক্ষ কোন লোকের চাকরি পাওয়ার সুযোগ ছিলো না। ফলে প্রভাষক যারা নিয়োগ পেতো প্রশাসন তাদের এত চাপে রাখতো যে, মত প্রকাশের স্বাধীনতা এত রূদ্ধ করে ছিলো যে তাদেরকে কোন না কোন একটা দিকে আশ্রয় নিতে হতো, অনেকটা জিম্মির মতো। কিন্তু তারা মনে-প্রাণে, মতে সবকিছুতে জাতীয়তাবাদী আদর্শ লালন করতো।

তিনি আরও বলেন, তাদের চাকরি পাওয়ার জন্য শিক্ষাজীবন শেষে তাদেরকে কোন না কোন কিছুর সাথে, যেহেতু সিনিয়র শিক্ষক যারা ছিলো তাদের মতের বাহিরে যাওয়া যাচ্ছিলো না ফলে তাদেরকে এটাচ হতে হয়েছে। কিন্তু আমরা বিশ্বাস করি আমরা যে সংগঠন গঠন করেছি, এখানে যারা মনে-প্রাণে জাতীয়তাবাদী আদর্শ লালন করে কিন্তু পরিবেশের অভাবে প্রকাশ করতে পারে নাই, ঐ সমস্ত লোক আমাদের সাথে এসেছে বলে আমরা মনে করি।

তিনি বলেন, জুলাইয়ের পর আমরা যেরকম বিশ্ববিদ্যালয় চেয়েছিলাম আমরা সেটা পায়নি, অন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করলে এখানে বৈষম্য রয়ে গিয়েছে। জাতীয়তাবাদী আদর্শকে বর্ধিত করার জন্য আমরা ডাক দিয়েছি, যারা এসেছে সবাইকে নিয়ে আমরা একটা ছাত্র-ছাত্রী, শিক্ষকবান্ধব ও গবেষণাবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।