বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইফতির মৃত্যুর ঘটনায় উত্থাপিত ৮ টি দাবির একটিও পূরণ হয়নি ৪৮ ঘন্টায়। এর প্রতিবাদে বৃহস্পতিবার (২৩ ফেব্রয়াুরি) আন্দোলন ও বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিশ^বিদ্যালয়ের আব্দুল জব্বার মোড় হয়ে ছাত্র বিষয়ক উপদেষ্টার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় প্রক্টরের পদত্যাগ এবং শিক্ষার্থীদের দাবি মানার পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে কৃষি অনুষদের ৩য় তলায় শিক্ষকদের সাথে আলোচনা সভা করে আন্দোলনকারীরা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম এবং প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন এবং আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এ বিষয়ে কৃষি অনুষদের শিক্ষার্থী তৌহিদ চৌধুরী বলেন, আমাদের ৪৮ ঘন্টার সময়সীমা পেরিয়ে গেলেও আমাদেও কোন দাবি এখনো পূরণ করা হয়নি। এমন একটি মর্মান্তিক ঘটনায় বিশ^বিদ্যালয় থেকে কোনো শোকবার্তাও প্রকাশ করা হয়নি। আমরা শিক্ষকদের সাথে আলোচনা সভা করেছি কিন্তু তারা এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। আমরা রবিবার (২৬ ফেব্রুয়ারি ) পর্যন্ত সময় দিয়েছি। এর মধ্যে যদি আমাদের সকল দাবি পূরণ না করা হয় তবে তীব্র আন্দোলন গড়ে তুলবো এবং ক্লাস পরীক্ষা বর্জন করবো।
শিক্ষার্থীদের দাবির বিষয়ে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম বলেন, আমরা শিক্ষার্থীদের সকল দাবি পূরণ করার যথাসাধ্য চেষ্টা করবো। ইতোমধ্যে বেশ কয়েকটি দাবি পূরণের কাজ শুরু করেছি আমরা। বাকি দাবিগুলো পূরণের জন্য তাদের কাছে আমরা সময় চেয়েছি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন বলেন, যে ঘটনাটি ঘটেছে সেটি আমাদের সকলের জন্য খুবই দুঃখজনক। আমরা সড়ক মেরামতে সকল ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। বিশ^বিদ্যালয়ে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি।
উল্লেখ্য, সোমবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের দেবদারু সড়কে দুর্ঘটনার শিকার হন বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী মোরশেদুল ইসলাম ইফতি ও তার বন্ধুরা। পরে রাত আড়াইটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত ডাক্তার ইফতিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২১ ফেব্রুয়ারি সড়ক অবরোধ করে আন্দোলন করে সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা মোট ১০ টি দাবি নিয়ে বাকৃবি উপাচার্যের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন যা বাস্তবায়নের সময়কাল দেওয়া হয়েছিলো ৪৮ ঘন্টা।
সংবাদ লাইভ/বাকৃবি
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com