আমি জেরিনুত তামান্না (৩৭), পিতা: আলাউদ্দিন আহমেদ, মাতা : শাহিদা শামীম , ঠিকানা(বর্তমান)-, গ্রাম-, ইউনিয়ন/ওয়ার্ড-ওয়ার্ড নং-২১, থানা-ময়মনসিংহ সদর, জেলা-ময়মনসিংহ।
এই মর্মে জানাচ্ছি যে, গত রোজ শুক্রবার, ১ মার্চ ২০২৪ খ্রিঃ সকাল ১০:৩০ ঘটিকার সময় শেরেবাংলা নগর থানাধীন ওয়ার্ড নং-২৭ ইউনিয়ন/ওয়ার্ড এর সংসদ ভবন এলাকা এলাকা থেকে আমার ডকুমেণ্ট হারিয়ে গিয়েছে ।
ডকুমেন্টের বিবরণ : নম্বরপত্র (মার্কশীর্ট) মার্কশীর্ট ক্রমিক নং : 2191; রেজিষ্টেশন নং : 32407 শিক্ষাবর্ষ : 2005-06; প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
ঘটনার বিবরণ: বর্ণিত নম্বরপত্র (মার্কশীর্ট)টি বাসা বদলের সময় গাড়ি হতে রাস্তার মোড়ে পার্শ্বে বর্নিত স্থান হইতে নিখোঁজ হয়ে যায়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, এখন পর্যন্ত খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায় নাই, খোঁজাখুঁজি অব্যাহত আছে। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারন ডাইরী করা হয়েছে।শেরেবাংলা নগর থানা, ডিএমপি, ঢাকায় জিডি ট্র্যাকিং নং: 795IA1; জিডি নং: ৬৯৮; তারিখ: ১০/০৫/২০২৪
সংবাদ লাইভ/হারানো বিজ্ঞপ্তি/বাকৃবি
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com