বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একটি ছাত্র হলের সামনে বাইরের কলেজছাত্রীদের ভিড় ও আড্ডা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ওই হলের শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, এতে হলের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে এবং বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
আজ রোববার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রধান ফটকের সামনে ময়মনসিংহের আনন্দমোহন কলেজের একদল ছাত্রীকে বসে আড্ডা দিতে ও গল্পগুজব করতে দেখা যায়। দল বেঁধে ছাত্রীদের এমন উপস্থিতিকে হলের সামনে ‘বেমানান’ বলে মন্তব্য করেছেন একাধিক আবাসিক শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় ও হল সূত্রে জানা গেছে, আনন্দমোহন কলেজের ছাত্রীদের খেলাধুলার উদ্দেশ্যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল সংলগ্ন মাঠটি দুই দিনের জন্য ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে অনুমতি নিয়েই মাঠটি ব্যবহার করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
তবে মাঠ ব্যবহারে অনুমতি থাকলেও হলের সামনে এভাবে ছাত্রীদের ভিড় ও অবস্থান নিয়ে আপত্তি জানিয়েছেন হলের শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, বড় পরিসরে খেলাধুলা হলে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে আয়োজন করা যেত। কিন্তু ছাত্র হলের সামনে বাইরের কলেজছাত্রীদের বড় পরিসরে উপস্থিতি আমাদের জন্য অস্বস্তিকর। অনেক সময় তারা হলের ভেতরেও ঢুকে পড়ছে, যা নিরাপত্তার প্রশ্ন তোলে।
এ বিষয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. বজলুর রহমান মোল্যা বলেন, ‘কলেজ কর্তৃপক্ষ হল প্রশাসনের কাছে অনুমতি নিয়ে মাঠটি ব্যবহার করছে। তবে ছাত্রীদের খেলাধুলা সংক্রান্ত বিষয়টি আমাকে আগে থেকে বিস্তারিতভাবে জানানো হয়নি।
তিনি আরও বলেন, মেয়েরা যাতে হলে প্রবেশ না করে বা হল গেইটের সামনে ভিড় না করে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


