বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোটার্যাক্ট ক্লাবের শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের চাষী মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করে রোটার্যাক্ট ক্লাব। অনুষ্ঠানে ১০০ জন শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে রোটার্যাক্ট ক্লাবের সভাপতি নুঝাত তাবাসসুমের সভাপতিত্বে এবং এ. বি. এম. রিদুয়ানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো মাহবুবুর রহমান, অধ্যাপক ড. মো. রুহুল আমিন, অধ্যাপক ড. মো. নূরুল হায়দার রাসেল, অধ্যাপক ড. মাছুমা হাবিবসহ রোটার্যাক্ট ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতায় অর্থ সংগ্রহের মাধ্যমে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে। কিন্তু অনেকেই মাদকে আসক্ত হয়ে কম্বল বিক্রি করে মাদক সেবন করেন। উপস্থিত শীতার্তদের মাদক সেবন না করার পরমর্শ দেন। বিজয় দিবসে এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য ক্লাবের সফলতা কামনা করেন তিনি।


