প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ৯:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ৪:১৪ অপরাহ্ণ
বাকৃবিতে ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে মিলবে মূল সনদ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তবায়িত হলো। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির মূল সনদপত্র পেতে আর সমাবর্তনের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না। পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরপরই শিক্ষার্থীরা তাদের সনদপত্র হাতে পাবেন।
২৮ নভেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে একাডেমিক কাউন্সিলের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। উপস্থিত ছিলেন সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং শিক্ষকবৃন্দ।
এতদিন মূল সনদ উত্তোলনের দীর্ঘ প্রক্রিয়া এবং সমাবর্তনের অপেক্ষা শিক্ষার্থীদের পড়াশোনা ও ক্যারিয়ারে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াত। ফলাফল প্রকাশের পরও সনদপত্র না পাওয়ায় চাকরি বা উচ্চশিক্ষার জন্য আবেদন করতে গিয়ে অনেক সময় গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হতো।
শিক্ষার্থীরা জানান, সময়মতো সনদপত্র পাওয়ার ফলে চাকরি বা উচ্চশিক্ষার আবেদন প্রক্রিয়া সহজ হবে। অনেক শিক্ষার্থী আগে মূল সনদপত্রের অভাবে বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কিংবা সরকারি চাকরির আবেদন জমা দিতে বাধাগ্রস্ত হয়েছেন।
উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, 'মূল সনদ তুলতে শিক্ষার্থীদের আগে সমাবর্তন পর্যন্ত অপেক্ষা করতে হতো। শিক্ষার্থীদের চাকরি-বাকরি এবং অন্যান্য সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে মূল সনদ পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরপরই দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা চাই শিক্ষার্থীদের সময় যাতে কোনোভাবেই অপচয় না হয়।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: +8809638214724
www.sangbadlive24.com