ময়মনসিংহ, ১৮ মে: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য'র হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা।
রবিবার (১৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি আমতলা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, "সাম্য'র হত্যাকাণ্ডের পর এক সপ্তাহ পার হলেও মূল আসামিসহ জড়িতদের এখনো গ্রেপ্তার না করা এবং তদন্তে গাফিলতি গভীর উদ্বেগজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দ্রুততম সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।"
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তুষার বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর যেভাবে বর্বর হামলা চালানো হচ্ছে, তা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সাম্য'র হত্যার বিচার নিয়ে কোনো প্রহসন মেনে নেওয়া হবে না। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।"
প্রতিবাদ কর্মসূচিতে ছাত্রদল নেতা শাহীনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, "আমরা একটি নিরাপদ ক্যাম্পাস চাই, যেখানে কোনো শিক্ষার্থীকে রাজনৈতিক মতাদর্শের কারণে প্রাণ দিতে হবে না।"
উল্লেখ্য, শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। গত ১৩ মে রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন তিনি।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com