বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে সাহরি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এই আয়োজন করা হয়।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে অবস্থানরত শিক্ষার্থী, এটিএম বুথের দায়িত্বপ্রাপ্ত গার্ড ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের মাঝে সাহরি বিতরণ করা হয়।
এ আয়োজনের দায়িত্বে ছিলেন ছাত্রদল কর্মী কৃষিবিদ মো. শাহীন আলম ও মো. নূরনবী হোসেন। পুরো কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাকৃবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ মো. মানছুর রহমান।
সাহরি বিতরণ কার্যক্রমের বিষয়ে কৃষিবিদ মো. মানছুর রহমান বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে চায়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com