ads
ঢাকাসোমবার , ১১ ডিসেম্বর ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বাকৃবিতে গবেষণা প্রস্তাবনার কর্মশালা অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি
ডিসেম্বর ১১, ২০২৩ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এগ্রোমেটিওরোলজি বিভাগের গবেষণা প্রস্তাবনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর২০২৩ ) বিশ্ববিদ্যালয়ের এগ্রোমেটিওরোলজি বিভাগের সম্মেলনে কক্ষে ওই কর্মশালার আয়োজন করা হয়।

তিন দিন ব্যাপী চলমান গবেষণা প্রস্তাবণা কর্মশালাটিতে স্নাতকোত্তর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কর্মশালায় শিক্ষার্থীরা তাদের গবেষণা প্রস্তাবনা অনুষ্ঠানের অতিথিদের সামনে উপস্থাপন করে। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের গবেষণাগুলো সঠিকভাবে সম্পাদন করার দিকনির্দেশনা প্রদান করেন।

এগ্রোমেটিওরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. এ বি এম আরিফ হাসান খান রবিনের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. মো. আসলাম আলী।

এ সময় অধ্যাপক ড. এ বি এম আরিফ হাসান খান রবিন বলেন, স্নাতকোত্তর অধ্যায়নরত অনেক শিক্ষার্থী তাদের গবেষণা শুরু করেছে আবার অনেকেই শুরু করতে যাচ্ছে। শিক্ষার্থীদের গবেষণা যাতে সঠিকভাবে সম্পাদন করতে পারে এবং গবেষণায় যেসব বিষয়ে দূর্বলতা রয়েছে সেগুলো ভালোভাবে কাটিয়ে উঠতে পারে এ কারণে গবেষণা প্রস্তাবনা কর্মশালার আয়োজন। এতে করে তারা হতে কলমে গবেষণা কার্যক্রম চালিয়ে নিতে আগত সমস্যার সমাধান করতে পারবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।