ads
ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বাকৃবিতে মধ্যরাতে উপাচার্যের বাসভবন অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাকৃবি প্রতিনিধি
আগস্ট ২৮, ২০২৫ ১২:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কম্বাইন্ড ডিগ্রি (বিএসসি ভেট ও অ্যানিম্যাল সায়েন্স) চালুর লক্ষ্যে শিক্ষা কাউন্সিল দ্রুত বাস্তবায়নের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা।

বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন  অবরোধ করে সড়কে অবস্থান করেন তারা। বুধবার সন্ধ্যা সাতটা থেকে তারা এই অবরোধ কর্মসূচি শুরু করেন। এতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ছাত্রী হল ও কে আর মার্কেট সংলগ্ন প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে আছে। সর্বশেষ রাত ১২ টায় ও সড়ক অবরোধ করে রাখেন তারা।

এদিকে অবরোধ কর্মসূচি চলাকালীন বলেন উপাচার্যের বাসভবনের সামনের সড়কে টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।

অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সাথে কথা বলে জানা যায়, এই আন্দোলনের সুষ্ঠু ও দ্রুত সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ৮ সদস্যের কমিটি গঠন করেছিলো। ওই কমিটি শিক্ষার্থীদের ভোট নিয়েছে যেখানে কম্বাইন্ড ড্রিগ্রি বিপুল ব্যবধানে জয়ী হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্টানগুলোর সাথে কমিটি আলোচনা করেছে এবং আজকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে সার্বিক প্রতিবেদন জমা দিয়েছে এবং সম্ভাব্য সিদ্ধান্ত সুপারিশ করেছে৷ এমতাবস্থায় শিক্ষা কাউন্সিল গঠন এবং সিন্ডিকেট সভা এই দুটি ধাপ বাকি আছে কম্বাইন্ড চালুর ক্ষেত্রে।

ভেটেরিনারি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. আতিকুল ইসলাম বলেন, ‘ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনেকদিন ধরে শিক্ষা কাউন্সিল দ্রুত গঠনের জন্য আহ্বান জানানোর হয়েছে। কিন্তু তারা কেবক গড়িমসি করছেন। আজ উপাচার্য আগামী বুধবার পর্যন্ত সময় চান। তবে আমরা চাই আগামী রবিবারের মধ্যে জরুরি শিক্ষা কাউন্সিল গঠন করা হোক এবং কম্বাইন্ড ডিগ্রি যতদ্রু সম্ভব চালু করা হোক।

এসময় পশুপালন অনুষদের ১ম বর্ষের শিক্ষার্থী নিঝুম বলেন, আজকে ২৯ তম দিনের মতো পশুপালন অনুষদে ক্লাস-পরীক্ষা বন্ধ আছে। আজ আমরা অধিকার আদায়ের জন্য এই কর্মসূচি হাতে নিয়েছি। দুটি অনুষদের এতগুলো নারী শিক্ষার্থী এখানে রাস্তায় বসে আছে। প্রশাসনিক ব্যক্তিবর্গ আমাদের দেখতে আসলেও কার্যকর কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। উপাচার্ক্ষণ না এখানে এসে আমাদের দাবির সাথে অর্থাৎ রবিবারের মধ্যে শিক্ষা কাউন্সিল গঠনের বিষয়ে কথা দেবেন ততক্ষণ এই কর্নসূচি চলচবে

পশুপালন অনুষিদের ২য় বর্ষের শিক্ষার্থী মিরা বলেন, অধিকার আদায়ের জন্য যতক্ষন প্রয়োজন আমরা এই সড়কেই থাকব।

প্রসঙ্গত, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কম্বাইন্ড ডিগ্রি চালুর লক্ষ্যে গত ২৭ জুলাই থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। ৩০ জুলাই থেকে একটানা তালাবদ্ধ রয়েছে অনুষদটি। অন্যদিকে একই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। গত সোমবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন তারা। গতকাল (মঙ্গলবার) অনুষদের সবকটি ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন তারা। এমনকি আজ দুপুরে প্রশাসব ভবনেও তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।