সংবাদলাইভ ডেস্ক: বাংলাদেশ ও রাশিয়ার চিত্র শিল্পীদের অংশগ্রহণে ময়মনসিংহে অনুষ্ঠিত হতে হয়ে গেল আর্ট ক্যাম্প ‘ ৫১ বিজয় গাঁথা উৎসব’। ময়মনসিংহ বিভাগীয় চারুশিল্পী পর্ষদ এবং বিজয় গ্যালারীর যৌথ আয়োজনে এই আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। বুধবার (২১ ডিসেম্বর ২০২২) ময়মনসিংহ নগরীর জয়নুল উদ্যানের বৈশাখী মঞ্চে দিনব্যাপী এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
জানা গেছে, স্বাধীনতার ৫১ বছর উৎযাপন উপলক্ষে এবং
দেশের বাহিরেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে এই আর্ট ক্যাম্পর আয়োজন করা হয়। রাশিয়া ও বাংলাদেশের ১৬ জন চিত্রশিল্পীদের সমন্বয়ে ময়মনসিংহ বিভাগীয় চারুশিল্পী পর্ষদ এবং বিজয় গ্যালারীর যৌথভাবে এটির আয়োজন করে।
আর্ট ক্যাম্পটি আয়োজনের বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ বিভাগীয় চারুশিল্পী পর্ষদের সভাপতি মোঃ রাজন জানান, দেশি ও বিদেশি চিত্র শিল্পী এই ক্যাম্পে অংশগ্রহণ করে, এটা একটা দারুণ বিষয়। এতে করে তাঁদের সম্পর্কে আমাদের যেমন জানার সুযোগ হলো তেমনি রাশিয়ানরাও আমাদের সম্পর্কে জানতে পারলো। দেশ এবং দেশের বাহিরে মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরাই ছিল ছিল এই আর্ট ক্যাম্পের মূল উদ্দেশ্য।
সংবাদলাইভ/এবিএম


