ঢাকামঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বাংলাদেশের ফিড শিল্পে নতুন দিগন্ত: মাইকোটক্সিন ব্যবস্থাপনায় অগ্রগতি

সংবাদ লাইভ
অক্টোবর ২৮, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নিউ.আন্স বায়োটেকনোলজি (Nu.ance Biotechnology), উদ্ভাবনী ফিড অ্যাডিটিভ সমাধানের অগ্রদূত প্রতিষ্ঠান, শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার লে মেরিডিয়ান হোটেলে “Advancing Mycotoxin Management: Global Trends and Innovative Solutions” শীর্ষক এক বিশেষ টেকনিক্যাল সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে ফিড শিল্পের পেশাজীবী, পুষ্টিবিদ ও উদ্যোক্তারা অংশ নেন, যেখানে প্রাণিখাদ্যে মাইকোটক্সিনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ইউরোপের খ্যাতনামা গ্লোবাল মাইকোটক্সিন বিশেষজ্ঞ ড. নেমাঞ্জা টোডোরোভিচ (Ph.D.) প্রাণিখাদ্যে মাইকোটক্সিন ঝুঁকি হ্রাসে সাম্প্রতিক বৈজ্ঞানিক অগ্রগতি ও বাস্তবসম্মত সমাধান তুলে ধরেন। তিনি বাংলাদেশের জলবায়ু ও কাঁচামাল সরবরাহ ব্যবস্থার বিশেষ চ্যালেঞ্জগুলোর কথা উল্লেখ করে বলেন, উদ্ভাবনী ফিড অ্যাডিটিভ প্রযুক্তি প্রাণীর স্বাস্থ্য ও সহনশীলতা বৃদ্ধি করতে পারে।

ড. নেমাঞ্জা প্রাকৃতিক উপাদানসমৃদ্ধ আধুনিক কৌশল সংযোজনের ওপরও গুরুত্বারোপ করেন, যা ফিড উৎপাদনে টেকসই ও কার্যকরভাবে মাইকোটক্সিন ঝুঁকি নিয়ন্ত্রণে সাহায্য করবে।

দক্ষিণ এশিয়ার বিজনেস ডিরেক্টর জগিন্দর সিং এবং বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এস. এম. ফারুক হোসেন বলেন, বাংলাদেশের আর্দ্র জলবায়ু কাঁচামালকে মাইকোটক্সিন দূষণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে, যা ফিড উৎপাদক ও কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ। তারা শিল্পে আধুনিক প্রযুক্তি গ্রহণের ওপর জোর দেন, যা প্রাণিখাদ্য, দুগ্ধ ও মৎস্য খাতে নিরাপত্তা ও উৎপাদনশীলতা বৃদ্ধি করবে।

বৈজ্ঞানিক দক্ষতা ও বাজার জ্ঞানের সমন্বয়ে Nu.ance Biotechnology বাংলাদেশের ফিড শিল্পকে শক্তিশালী করতে আধুনিক ও প্রকৃতিনির্ভর সমাধান প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। উন্নত ব্যবস্থাপনা প্রয়োগের মাধ্যমে উদ্যোক্তা ও ফিড উৎপাদকরা ক্ষতি কমিয়ে উৎপাদন বাড়াতে পারবেন এবং টেকসই প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে সক্ষম হবেন।

এই সেমিনারটি বাংলাদেশের ফিড শিল্পকে মাইকোটক্সিন মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ও জ্ঞান দিয়ে সজ্জিত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা একটি স্বাস্থ্যসম্মত ও টেকসই প্রাণিসম্পদ খাতের ভিত্তি স্থাপন করবে।

বাংলাদেশের ফিড শিল্পে মাইকোটক্সিন দূষণ এখনও একটি গুরুতর সমস্যা, যা মুরগি ও মাছচাষে উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বমানের উদ্ভাবনকে স্থানীয় পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে Nu.ance Biotechnology শিল্পখাতের অংশীদারদের কার্যকর ও টেকসই প্রতিরোধমূলক সমাধান দিতে আগ্রহী।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে টেট্রা এগ্রোভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. রফিকুল ইসলাম নবি, যিনি বাংলাদেশের একমাত্র পরিবেশক হিসেবে Nu.ance Biotechnology-এর প্রতিনিধি, উপস্থিত সকল অতিথিকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।