আজ রাজধানীর আগারগাঁওস্থ পিকেএসএফ ভবনে ‘বাংলাদেশের প্রাণিসম্পদ খাদ্য উৎপাদন, বিপণন ও চ্যালেঞ্জ: বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের। তিনি বলেন, প্রাণিসম্পদ ও পোল্ট্রি খাতে নিয়োজিত উদ্যোক্তাদের জন্য ব্যবসা-বান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে। এ খাতে উপযুক্ত প্রযুক্তি সম্প্রসারণ ও যান্ত্রিকীকরণের পাশাপাশি স্থানীয়ভাবে প্রাপ্ত প্রাণিসম্পদের খাদ্য উপকরণের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। একই সাথে বাণিজ্যিকভাবে উচ্চফলনশীল বিভিন্ন ঘাসের জাত এবং সাইলেজের মতো বিভিন্ন ফার্মেন্টেড খাদ্য প্রযুক্তির সম্প্রসারণ করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন যে, বিভিন্ন দুগ্ধ ও মাংসজাত ভ্যালু অ্যাডেড পণ্য উৎপাদন ও বিপণন এবং টেকসই ব্যবসা মডেল সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে আনতে হবে।
প্রাণিসম্পদের খাদ্য খরচ কমাতে যুগোপযোগী, টেকসই ও উদ্ভাবন নির্ভর সমাধান এবং সেগুলোর বাস্তবায়নে পিকেএসএফ-এর কৌশল ও করণীয় বিষয়ে সভায় বিশদ আলোচনা হয়। পিকেএসএফ ভবিষ্যতে মহিষ এবং পোল্ট্রি খাতের ক্লাস্টারভিত্তিক ভ্যালু চেইন উন্নয়নের জন্য বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে স্থানীয় উদ্ভাবনী পন্থায় তা সমাধানে কাজ করবে বলে সভায় জানানো হয়।
সভায় পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম এবং প্রাণিসম্পদ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


