ads
ঢাকারবিবার , ১৩ এপ্রিল ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বাংলাদেশের কৃষিতে স্মার্ট প্রযুক্তির হাতছানি

সংবাদ লাইভ
এপ্রিল ১৩, ২০২৫ ১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

আবুল বাশার মিরাজ: কৃষি আর প্রযুক্তি—এক সময় এ দুটি শব্দ যেন ছিল একে অপরের থেকে বহু দূরের। কিন্তু সময় বদলেছে। বদলেছে কৃষি ব্যবস্থাও। বিশ্বজুড়ে কৃষি উৎপাদনে বিপ্লব ঘটাচ্ছে স্মার্ট প্রযুক্তি। প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থার উন্নতি আজ উন্নত বিশ্বের কৃষিতে বাস্তব চিত্র। বাংলাদেশও সেই পথেই এগিয়ে চলেছে।

কৃষি খাতকে স্মার্ট করতে বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যে নানা ধরনের প্রযুক্তির সফল ব্যবহার শুরু হয়েছে। জাপানে ধান রোপণ থেকে শুরু করে কর্তন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে কাজ করছে রোবট। সেখানে কৃষকরা ক্ষেতে রোবট পাঠিয়ে জমি প্রস্তুত, বীজ বপন, আগাছা পরিষ্কার কিংবা ধান কেটে আনছেন।

যুক্তরাষ্ট্রের কৃষকেরা জমিতে স্মার্ট সেন্সর বসিয়ে মাটির আর্দ্রতা, উর্বরতা, সার বা পানির প্রয়োজনীয়তা বুঝে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। ড্রোনের সাহায্যে ঔষধ বা সার ছিটানো হচ্ছে উচ্চ প্রযুক্তির মাধ্যমে। নেদারল্যান্ডসে স্মার্ট গ্লাসহাউস প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্ট তাপমাত্রা, আলো, পানি এবং পুষ্টি নিয়ন্ত্রণ করে সারা বছর নিরাপদ ও উচ্চ ফলনশীল সবজি উৎপাদন চলছে। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে না, উৎপাদনও হচ্ছে কয়েকগুণ বেশি। চীন স্মার্ট কৃষিতে নতুন মাত্রা যোগ করেছে। সেখানে কৃষকদের মোবাইল ফোনেই চলে জমির স্বাস্থ্য, আবহাওয়ার পূর্বাভাস, সারের মাত্রা, কীটনাশক ব্যবহারের নির্দেশনা। ড্রোনের মাধ্যমে কীটনাশক ছিটানো ও ফসল পর্যবেক্ষণ এখন নিত্যদিনের ঘটনা। আমাদের প্রতিবেশী ভারতও পিছিয়ে নেই। কৃষি অ্যাপ, ড্রোন, সেন্সর প্রযুক্তি, কৃষকের ডিজিটাল কার্ড, অনলাইন কৃষি মার্কেটিং—এসব প্রযুক্তির ব্যবহার এখন দেশটির কৃষিখাতে ব্যাপকভাবে বিস্তৃত।

বাংলাদেশে স্মার্ট কৃষির যাত্রা ধীরে হলেও আশার আলো জ্বলতে শুরু করেছে। দেশের কিছু খামারে ইতিমধ্যে ড্রোনের মাধ্যমে সার ও কীটনাশক প্রয়োগ শুরু হয়েছে। আধুনিক গ্রীন হাউস প্রযুক্তি ব্যবহার করে সবজি উৎপাদন বাড়ছে। বিশেষ করে মাছ ও গরুর খামারে সেন্সর প্রযুক্তির ব্যবহার নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। কোথায় গরুর শরীরের তাপমাত্রা বেড়েছে, কোথায় অসুস্থতা দেখা দিয়েছে—সেসব তথ্য মোবাইলেই জানানো হচ্ছে খামারিকে। সরকারও কৃষিকে স্মার্ট করার দিকে বিশেষ নজর দিয়েছে। কৃষকের ডিজিটাল কার্ড, কৃষি বাতায়ন, কৃষি তথ্য সার্ভিস, কৃষি কলসেন্টার, আবহাওয়া তথ্য অ্যাপ—এসব প্রযুক্তি মাঠ পর্যায়ে জনপ্রিয় হয়ে উঠছে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটসহ নানা কৃষি গবেষণা প্রতিষ্ঠান আধুনিক প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছে। বিশেষজ্ঞদের মতে, স্মার্ট কৃষি বাংলাদেশের জন্য একটি বড় সম্ভাবনার ক্ষেত্র। এতে একদিকে উৎপাদন বাড়বে, অন্যদিকে কমবে কৃষকের উৎপাদন খরচ। সাশ্রয় হবে সময় ও শ্রম। জমির স্বাস্থ্য রক্ষা হবে, পরিবেশ বান্ধব কৃষি গড়ে উঠবে। তবে চ্যালেঞ্জও রয়েছে। এসব প্রযুক্তির দাম তুলনামূলক বেশি। গ্রাম পর্যায়ে ইন্টারনেট, বিদ্যুৎ, প্রশিক্ষিত জনবল, প্রযুক্তির সহজলভ্যতা—এসব এখনও বড় প্রতিবন্ধক।

এই বাধা কাটাতে চাই সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ। সহজ শর্তে প্রযুক্তি সরবরাহ, কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তির দাম কমানো এবং তথ্যপ্রযুক্তির সুবিধা বাড়াতে হবে গ্রামে-গঞ্জে। বিশ্বের দিকে তাকালে দেখা যায়, স্মার্ট প্রযুক্তিই কৃষির ভবিষ্যৎ। বাংলাদেশ যদি সময়ের সঙ্গে তাল মিলিয়ে কৃষিকে স্মার্ট করে তুলতে পারে, তাহলে শুধু খাদ্য নিরাপত্তা নয়, কৃষকের জীবনমানও বদলে যাবে। কৃষি হবে আধুনিক, লাভজনক ও টেকসই।

লেখক: কৃষিবিদ ও পরিবেশকর্মী। 

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।