প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৬, ৬:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩, ২০২৪, ১০:৪৯ অপরাহ্ণ
বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বাকৃবি ডিবেটিং সংঘের প্রতিবাদ
দেশব্যাপী চলমান কোটা আন্দোলনকে ঘিরে শিক্ষার্থী ও সকল সাধারণ জনগণের ওপর ঘটে যাওয়া নির্মমতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সংঘ (বাউডিএস)। শনিবার (৩রা আগস্ট) বাউডিএসের কার্যনির্বাহী সদস্যবৃন্দের এক যৌথ বিবৃতিতে ওই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বাউডিএসের কার্যনির্বাহী সদস্যবৃন্দ বলেন, যৌক্তিক দাবি আদায় জনগনের রাজনৈতিক অধিকার, যা সংবিধান দ্বারা সুরক্ষিত। কোটা বৈষম্য দূর করতে শুরু হওয়া আন্দোলনকে কেন্দ্র করে একটি স্বাধীন দেশে এত নিরস্ত্র মানুষের জীবন চলে যেতে পারে তা আমাদের কল্পনারও অতীত। আবু সাঈদ, মুগ্ধ, আদনান, রাফি, রিয়া, ফাইয়াজসহ নাম না জানা অনেকের নাম চলে আসে সেই মৃতের তালিকায়। স্বাধীনতার পর এ অবধি এভাবে এত দীর্ঘ নামের তালিকা লেখার প্রয়োজন পড়েনি। সুষ্ঠু দাবি নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া তরুণের মৃত্যু একটি স্বাধীন দেশের চিত্র হতে পারে না।
সংগঠনটির সদস্যবৃন্দ আরও বলেন, বাউডিএস প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি নিরপেক্ষ এবং সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। বাউডিএস সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে যুক্তিসম্পন্ন সিদ্ধান্ত গ্রহণ করে এবং তাতে অবস্থান করে। বাউডিএস হিসেবে আমরা বিতর্ক করি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং, সুষ্ঠু তদন্ত করে প্রতিটি হত্যার বিচার এবং সন্ত্রাসী ও পুলিশের বর্বরোচিত ঘটনার সুষ্ঠু বিচার চাওয়া একটি বিতর্ক ক্লাবের জন্য আমরা অত্যাবশ্যক বলে মনে করি। আমরা বিশ্বাস করি এটি সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমাদের দায়িত্ব। এই রক্তক্ষয়ী আন্দোলনে চলমান নির্মমতা থামছে না। আমরা এই বিভৎস নির্মমতার প্রতি তীব্র ঘৃণা, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: +8809638214724
www.sangbadlive24.com