ads
ঢাকামঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বন্যা পরবর্তী পুনর্বাসনে বারি উদ্ভাবিত চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের মিরসরাই উপজেলার কাঁটাছড়া ইউনিয়নে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আজ (২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার) বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসন কার্যক্রমের আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বিপুল পরিমাণে বারি উদ্ভাবিত ফল-সবজি ও ধানের চারা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নাজিম উদ্দিন। সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদ সরকার। প্রধান অতিথির বক্তব্যে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সহিদুল ইসলাম খান বলেন, “বন্যা পরবর্তী সময়ে নাবি জাতের ব্রি ধান-২৩ এ অঞ্চলের কৃষকদের খাদ্য উৎপাদন বাড়াতে এবং পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আরো বক্তব্য রাখেন ড. মু. তোফজ্জল হোসেন, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, এবং স্থানীয় বিশিষ্টজন মো. সানা উল্লাহ।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের মাঝে বারি উদ্ভাবিত আম, পেয়ারা, জামরুল, ড্রাগন ফল, মালটা, লাউ, মিষ্টি কুমড়া এবং সীমের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কৃষকরা আশা প্রকাশ করেন যে, এ ধরনের পুনর্বাসন কার্যক্রম তাদের কৃষি উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক হবে এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ কৃষি উন্নয়নের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।