ads
ঢাকামঙ্গলবার , ২৭ আগস্ট ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বন্যার্তদের এক দিনের বেতন দেবেন বাকৃবির  শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা

বাকৃবি প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৪ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

বন্যার্তদের সহযোগিতার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।মঙ্গলবার  (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় বলে জানিয়েছেন বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বন্যাপীড়িত এলাকার মানুষদেরকে সহযোগীতার লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রশাসন বিভাগের প্রেরিত পত্রের প্রেক্ষিতে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থায় কর্মরত কর্মকর্তা/ কর্মচারীগণের  ০১ দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ ‘প্রধান উপদেষ্টার ত্রান ও কল্যাণ তহবিল’-এ জমা প্রদান করার গৃহীত সিদ্ধান্তের আলোকে এ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষক, কর্মকর্তা ও কার্মচারীগণের এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ কর্তনপূর্বক ‘প্রধান উপদেষ্টার ত্রান ও কল্যাণ তহবিল’-এ জমা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।