ঈদুল ফিতর মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। ঈদ ভালোবাসা ও সহমর্মিতার উৎসব, যা প্রাণীদের প্রতিও ছড়িয়ে দেওয়া উচিত। সেই দায়িত্ববোধ থেকেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল ঈদের দিনেও বন্ধ ক্যাম্পাসের অবলা প্রাণীদের খাবারের ব্যবস্থা অব্যাহত রেখেছে।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান বলেন, “আমরা মনে করি, সত্যিকারের ঈদের আনন্দ তখনই পূর্ণ হয়, যখন আমাদের আশপাশের প্রতিটি প্রাণীর মুখে হাসি ফোটে। ক্যাম্পাসের এই অবলা প্রাণীগুলো আমাদেরই অংশ, আমাদের পরিবেশের সহযাত্রী। তাই যখন পুরো ক্যাম্পাস বন্ধ, খাবারের সংকটে পড়ে এই প্রাণীগুলো, তখন তাদের প্রতি আমাদের দায়িত্ব আরও বেড়ে যায়।”
তিনি আরও বলেন, “ ছাত্রদল একটি দায়িত্বশীল ও মানবিক রাজনৈতিক সংগঠন। তাই গণতন্ত্র চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও শিক্ষার্থীদের কল্যাণার্থে কার্যক্রম পরিচালনার পাশাপাশি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তা’আলার সকল সৃষ্টির প্রতিও ছাত্রদলের কর্মীদের দায়িত্ব আছে বলে মনে করি।”
এই উদ্যোগ প্রমাণ করে, ভালোবাসা শুধু মানুষকে ঘিরেই নয়, এটি সমস্ত জীবের জন্য। তাই আসুন, ঈদের আনন্দ ভাগ করে নিই সবার মাঝে, মানুষ ও প্রাণী সকলের জন্য একসঙ্গে মানবিক হই।
সংবাদ লাইভ/শিক্ষাঙ্গণ


