আসন্ন উপ-নির্বাচনে বগুড়া সদর-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সংগঠনটির জেলার সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় দলীয় সভায় আলোচনা শেষে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে রোববার বিকেল সাড়ে ৪টায় পর গণভবনে মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
মূলত ছয়টি উপ-নির্বাচনর তিনটিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। অন্য দুটিতে ১৪ দলের শরীক ওয়ার্কাস পার্টি ও জাসদ এবং বাকি একটি আসন সবার জন্য উম্মুক্ত করে দেয়া হয়েছে।
এদিকে বগুড়া-৬ আসনে রাগেবুল আহসান রিপু, চাপাইনবাবগঞ্জ-২ জিয়াউর রহমান, চাপাইনবাবগঞ্জ-৩ মো. আব্দুল ওদুদ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। ব্রাক্ষণবাড়িয়া-২ সবার জন্য উম্মুক্ত। বাকি দুই ঠাঁকুরগাও-৩ ও বগুড়া-৪ আসনে ১৪ দলের থেকে মনোনয়ন দেয়া হয়েছে।


