বগুড়া শাজাহানপুর উপজেলার শাবরুলে শীর্ষ সন্ত্রাসী সাগর তালুকদার (২৯) ও তার সহযোগী স্বপন (২৮) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে শাজাহানপুর উপজেলার শাবরুল হাটখোলা পাড়ার গোলাম মোস্তফা তালুকদারের ছেলে। তার সহযোগী স্বপন একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।
এ ঘটনায় সাগরের সাথে থাকা মুক্তার নামে আরও এক ব্যক্তি হামলায় আহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার সেকেন্ড অফিসার ফারুক হোসেন।
আশেকপুর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী জানান, সন্ধ্যায় সাগর তার ২ সহযোগীকে নিয়ে মোটরসাইকেলে চড়ে শাবরুলের দিকে আসছিলেন। পথে ছোট মণ্ডলপাড়া এলাকায় একদল দুর্বৃত্তরা তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলে সাগর ও স্বপন নিহত হন। আরেকজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
সাগরের বিরুদ্ধে হত্যা, মাদকসহ ১৫ থেকে ২০ টি মামলা রয়েছে বলে জানিয়েছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন।
এর আগেও শাবরুল বাজারের শিহাব উদ্দিন বাবু এবং প্রভাষক পারভেজ খুনের ঘটনা ঘটে।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com