আশরাফুল ইসলাম আকাশ, বগুড়া: বগুড়ায় রাজাবাজারের ব্যবসায়িক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজাবাজারে এ পরিচিতি সভা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাবাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ।
ব্যবসায়িক সমিতির সাংগঠনিক সম্পাদক রানা আহমেদ হিমেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব-নির্বাচিত সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সাহা।
এদিন রাজাবাজার ব্যবসায়িক সমিতির পরিচিতি সভা শেষে প্রীতি ভোজের আয়োজন করা হয়।
আগামী দুই বছরের জন্য আনিছুর রহমানে সভাপতি ও বিকাশ চন্দ্র সাহাকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে আল-আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক রানা আহমেদ, কোষাধ্যক্ষ রঞ্জন পোদ্দারকে নির্বাচিত করা হয়েছে। এই কমিটিতে ফজলুর রহমান, এমদাদুল হক, শাহাদাত হোসেনকে উপদেষ্টা ঘোষণা করা হয়।
রাজাবাজার ব্যবসায়িক সমিতির কমিটিতে পাঁচজনকে নির্বাহী সদস্য ঘোষণা করা হয়েছে।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com