বগুড়ার সান্তাহার রেলওয়ে থানা এলাকায় ট্রেনে কাটা পড়ে শচীন্দ্র মালো (৩৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত শচীন্দ্র মালো জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পাঁচবিবি মালো পাড়া এলাকার নিতাই মালোর ছেলে। শনিবার সকালে এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, শুক্রবার রাতে রেলওয়ে থানাধীন পাঁচবিবি স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।


