বগুড়া-নাটোর মহাসড়কে বালুবাহী ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ১৮ অক্টোবর (শুক্রবার) রাত সোয়া ১১টার দিকে শাজাহানপুর উপজেলার জোড়া কৃষি কলেজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শাজাহানপুর উপজেলার গন্ডগ্রামের মানিকের ছেলে পলাশ ও একই এলাকার আপেল।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুই যুবক মোটরসাইকেল যোগে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জোড়া নামক স্থানে বিপরীতমুখী বালুবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুইজন মারা যান।
ওসি আরও জানান, নিহত দুইজনের লাশ মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। তবে ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।


