ads
ঢাকামঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় ঝুলে আছে এনসিপির আহ্বায়ক কমিটি: বয়সজনিত শর্তে নেতৃত্ব সংকট

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৫ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে সম্প্রতি রাজশাহী বিভাগের ছয়টি ইউনিটের প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হয় রাজশাহী শহরস্থ পর্যটন মোটেলে। ইন্টারভিউ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চল মূখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নাহিদা নিভা এবং রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন।

ইন্টারভিউ শেষে পাঁচটি ইউনিটের—রাজশাহী মহানগর, রাজশাহী জেলা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ—আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলেও বগুড়া জেলার কমিটি এখনো ঝুলে আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কেন্দ্রীয় নেতা জানান, বগুড়া জেলা এনসিপি দীর্ঘদিন ধরেই তরুণ নেতৃত্বে পরিচালিত হয়ে আসছে। কিন্তু কেন্দ্রীয় নীতিমালা অনুযায়ী জেলা আহ্বায়ক হতে হলে প্রার্থীর বয়স কমপক্ষে ৪০ বছর এবং সদস্য সচিবের বয়স ৩৫ বছর হতে হবে। এ শর্ত পূরণে উপযুক্ত বয়োজ্যেষ্ঠ প্রার্থী না পাওয়ায় নতুনভাবে নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় নেতারা।

জানা গেছে, জেলা এনসিপির সদস্য সচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন যুগ্ম সমন্বয়কারী রাফিয়া রাফি, সমন্বয় কমিটির সদস্য অ্যাডভোকেট মুহাঃ ইজাজ আল ওয়াসী জীম ও সুলতান মাহমুদ।

এদিকে, কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক ও বগুড়া জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সাকিব মাহদী নিজের পছন্দের প্রার্থীকে নেতৃত্বে বসাতে তৎপর রয়েছেন। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার মতপার্থক্যই বগুড়া জেলা কমিটি ঘোষণায় বিলম্বের কারণ বলে দলীয় সূত্র জানিয়েছে।

সূত্র আরও জানায়, সাকিব মাহদীর পিতা আব্দুল হক বর্তমানে বগুড়া জেলা জামায়াতে ইসলামী আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন। সাকিব মাহদীর পছন্দের আহ্বায়ক প্রার্থী রাফিয়া রাফি বগুড়া জেলার গাবতলী উপজেলা জামায়াতের আমীরের কন্যা এবং সদস্য সচিব পদে সুলতান মাহমুদ, যিনি জামায়াত নেতা নূর মোহাম্মদ আবু তাহেরের সহোদর ভাই।

এর আগে সাকিব মাহদী বগুড়া জেলা এনসিপির নেতৃত্বে বসিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রশিবির নেতা আব্দুল্লাহিত তাকিকে, যিনি পরবর্তীতে আবার জামায়াতে ফিরে যান। একইভাবে জয়পুরহাট জেলার এনসিপিতেও সাবেক শিবির নেতাকে দায়িত্বে বসানো হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

বর্তমানে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়ায় জামায়াতে ইসলামী নতুন করে নিজেদের সংগঠনগত শক্তি বৃদ্ধি করছে। মাঠের রাজনীতি ও সাংগঠনিক তৎপরতায় বিএনপিকে চ্যালেঞ্জ জানাতে জামায়াত জেলা এনসিপিতেও প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বয়সজনিত নেতৃত্ব সংকটের কারণে বগুড়া জেলা এনসিপির আহ্বায়ক কমিটি কবে ঘোষণা হবে, তা এখনো অনিশ্চিত।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।