বগুড়ায় ব্যাটারী চালিত অটো রিকশা ছিনতাইয়ের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার কাহালু উপজেলার নারহট্ট দরগাহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ছিনতাই হওয়া অটো রিকসা উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মনির হোসেন। তিনি ওই এলাকার কামরুজ্জামানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন জানান, গত ১৭ অক্টোবর রাত সাড়ে ৯ টার দিকে বারোপুর রোডে চার্জারের অটো নিয়ে দাঁড়িয়েছিল জনি মিয়া। এমন সময় অজ্ঞাতনামা তিন ব্যক্তি জনিকে ৩০টাকা ভাড়ায় নেংড়া বাজারে যাওয়ার কথা বলে রওনা হয়৷ রাত পৌণে দশটার দিকে নুনগোলা ডিগ্রী কলেজের পাশে পৌঁছালে যাত্রীবেশে থাকা তিনজন জনির গলার পিছনে চাকু ধরে অটো থামাতে বলে। জনি তাদের কথা না শুনে ডাক-চিৎকার করলে তারা তাকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ী কিলঘুষি মেরে জখম করে। তাদের সাথে ধস্তাধস্তি করাকালে তারা জনির চোখে মরিচ জাতীয় কোন গুড়ো পদার্থ দেয়। তখন জনি চোখে কিছু না দেখায় তাকে মারধর করে আম বাগানের ভিতরে ধাক্কা মেরে ফেলে দিয়ে চার্জার অটোটি কেড়ে নিয়ে দাড়িয়ালের দিকে পালিয়ে যায়। পরে এ ঘটনায় জনি মামলা দায়ের করলে পুলিশ অভিযান শুরু করে। অভিযানে কাহালুর নারহট্ট এলাকা থেকে মনির হোসেনকে গ্রেপ্তার এবং চার্জার অটো দশটিকা দানেজ উদ্দিন খেলার মাঠের পাশে বাঁশ ঝাড়ের মধ্যে থেকে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার মনির ছিনতাইয়ের ঘটনা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


