আশরাফুল ইসলাম আকাশ, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার নিশ্চিতপুর থেকে অজ্ঞাত এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার নিশ্চিতপুরের একটি বাঁশবাগান থেকে ওই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ইতোমধ্যে ময়নাতদন্তের জন্য ঐ শিশুর মরদেহ শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত শিশুটির বয়স আনুমানিক ১২ বছর হবে। তবে তার নাম ও পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিন গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনজুরুল আলম।
তিনি বলেন, 'স্থানীয়দের ফোন পেয়ে একটি বাঁশবাগান থেকে ঐ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এখন ময়নাতদন্তের জন্য তার মরদেহটি শজিমেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে শিশুটির পরিচয় সম্পর্কে এখনো কিছু জানা যায় নি।
পুলিশ জানিয়েছে, অজ্ঞাত ওই কিশোরের লাশের ৪-৫ গজ দূরে একটি ভাঙা চাপাতি পাওয়া যায়। এই ধারালো অস্ত্র দিয়েই ওই কিশোরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়াও লাশের পাশ থেকে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। তবে এখনো জানা যায়নি ওই মোবাইল ফোনের মালিকের পরিচয়।
অজ্ঞাত এই শিশুটিকে কে বা কারা হত্যা করেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায় নি। তবে তার পরিচয় ও হত্যাকান্ডে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com