ads
ঢাকামঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বইমেলায় মোড়ক উন্মোচন: Dhaka: A City of Problems and Hopes

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার নগরায়ণ, পরিবেশ ও নাগরিক জীবনের সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রকাশিত হয়েছে “Dhaka: A City of Problems and Hopes” বইটি। আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার), বিকাল ৫টা-এ অমর একুশে গ্রন্থমেলায় স্বপ্ন ৭১ প্রকাশনীর স্টল (নং ৭৫৩)-এ বইটির মোড়ক উন্মোচন করা হবে। Mission Green Bangladesh-এর সৌজন্যে প্রকাশিত বইটির সম্পাদনা করেছেন Sangbadlive24.com-এর সম্পাদক ও কৃষিবিদ আবুল বাশার মিরাজ।

ঢাকার নগর জীবনের নানা দিক বইটিতে বিশদভাবে তুলে ধরা হয়েছে। অপরিকল্পিত নগরায়ণ, যানজট, জলাবদ্ধতা, সবুজের সংকট, দূষণসহ নানাবিধ সমস্যা যেমন আলোচিত হয়েছে, তেমনি ঢাকার উন্নয়ন সম্ভাবনা, পরিবেশবান্ধব নগর গঠনের উপায় ও নাগরিক সচেতনতার প্রয়োজনীয়তা নিয়েও আলোকপাত করা হয়েছে। লেখকরা বইটিতে ঢাকার বর্তমান চিত্র বিশ্লেষণ করে ভবিষ্যতের জন্য করণীয় দিকগুলোও তুলে ধরেছেন, যা নগর পরিকল্পনাবিদ ও নীতিনির্ধারকদের জন্য সহায়ক হতে পারে।

বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, পরিবেশবিদ, নগর উন্নয়ন বিশেষজ্ঞ, সাংবাদিক ও শিক্ষাবিদরা। Mission Green Bangladesh-এর পক্ষ থেকে নগর সবুজায়ন ও টেকসই উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে।

ঢাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে লেখা এই বইটি নগর উন্নয়নে আগ্রহী ব্যক্তি, গবেষক, পরিকল্পনাবিদ ও সাধারণ পাঠকদের জন্য গুরুত্বপূর্ণ একটি সংযোজন হতে যাচ্ছে। বইপ্রেমী ও সচেতন নাগরিকদের এই আয়োজনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। মোড়ক উন্মোচন উপলক্ষে বইপ্রেমীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে।

সংবাদ লাইভ/বইমেলা

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।