সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি সংবাদ ছড়িয়ে পড়েছে, যার শিরোনাম “ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর দুর্নীতিবাজ রমজান আলী আকন্দ, আবারও বগুড়ার জেলা শিক্ষা অফিসার”। এই সংবাদটি কিছু ফেক আইডি ব্যবহার করে “সংবাদলাইভ২৪ ডটকম” এর লোগোসহ প্রচার করা হয়েছে। তবে, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমটি এ ধরনের কোনো প্রতিবেদন প্রকাশ করেনি, এবং তারা এটি ফেক নিউজ বলে ঘোষণা করেছে।
এ ধরনের সংবাদগুলোর মূল উদ্দেশ্য ছিলো, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা এবং কিছু ব্যক্তির প্রতি মিথ্যাচার করা। সম্প্রতি বগুড়ার জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দের বিরুদ্ধে কিছু অভিযোগ ওঠে, যা সঠিকভাবে যাচাই না করেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। অভিযোগ গুলোর ভিত্তিতে শিক্ষার্থীরা মানববন্ধনসহ প্রতিবাদ কর্মসূচি পালন করেছে, কিন্তু সেই প্রতিবাদ ও অভিযোগের সঙ্গে বাস্তবতা মিল নেই।
প্রকাশিত ফেক নিউজটি “সংবাদলাইভ২৪ ডটকম” এর নাম ব্যবহার করে তৈরি করা হয়েছে, যা তাদের প্রতিস্থাপিত একটি নকল আইডি থেকে ছড়ানো হয়েছে। সংবাদ লাইভ২৪ ডটকম কর্তৃপক্ষ এই ধরনের ভুয়া সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং তারা ঘোষণা করেছে যে, তাদের পক্ষ থেকে এমন কোনো সংবাদ প্রকাশিত হয়নি। তাদের পক্ষ থেকে এই ধরনের অভিযোগের তীব্র নিন্দা জানানো হয়েছে।
তবে এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য সাধারণ জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কোন সংবাদ অথবা রিপোর্ট যাচাই না করে তা বিশ্বাস ও শেয়ার না করার জন্য সতর্ক থাকতে হবে।
-সম্পাদক


