ads
ঢাকাসোমবার , ১৬ সেপ্টেম্বর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ফরহাদকে ৫ দিনের ও বরিশাল-২ আসনের এমপি শাহে আলমের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

ডেস্ক নিউজ
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ১২:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

শনিবার (১৪ সেপ্টেম্বর) হত্যা মামলায় গ্রেফতার হওয়া সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে রোববার (১৫ সেপ্টেম্বর) আদালতে তুলে রিমাণ্ড আবেদন করা হয়েছে বলে জানিয়েছে, ঢাকার আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া।

রাজধানীর আদাবর থানার পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৫ সেপ্টেম্বর) তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ রিমান্ডের এ আদেশ দেন। উল্লেখ্য, সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব।

এছাড়াও, একই রাতে বরিশাল-২ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. শাহে আলম তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের ভাষ্যমতে, শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মি. তালুকদারকে মারধরের পর ঢাকার গুলশান থানায় হস্তান্তর করে একদল মানুষ।

রবিবার (১৫ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।