চাকরি জাতীয়করণের দাবিতে বিভিন্ন সরকারি দফতর, অধিদফতর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন। শনিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে যমুনার সামনে বসে পড়েন আন্দোলনকারীরা।
এর আগে সকাল ৯টায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা রাজধানীর শাহবাগে জড়ো হতে শুরু করেন। পরে শাহবাগ মোড় অবরোধ করে দেন আন্দোলনকারীরা। তাদের দাবি, আউটসোর্সিং ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো সরকারের জারি করা নীতিমালা অনুসরণ করছেন না। কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে।
আন্দোলনকারীরা বলছেন, হুটহাট ছাঁটাই, নামেমাত্র বেতনে চাকরি ও বিভিন্নভাবে তাদের নির্যাতন করা হয়। এ অবস্থায় ঠিকাদারী প্রথা বিলুপ্ত করে আউটসোর্সিং কর্মচারীদেরকে স্ব স্ব প্রতিষ্ঠানে বয়স শিথিল করে জাতীয়করণের দাবি জানান তারা। দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন বলেও ঘোষণা দেন আন্দোলনকারীরা।
পরে পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেল ৩টার মধ্যে সরকারের কেউ শাহবাগে না আসায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রওনা দেন ১৫ থেকে ২০ হাজার মানুষ। সেখানে গিয়ে বসে পড়েন তারা।


