ads
ঢাকামঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

প্রকাশিত হলো মাহবুব নাহিদের দুইটি উপন্যাস

সংবাদ লাইভ ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

প্রত্যেক মানুষেরই সৃষ্টিকর্তা প্রদত্ত  অন্তর্নিহিত কিছু  প্রতিভা থাকে। ছোটবেলা থেকে লেখা -লেখির প্রতি ঝোঁক ছিল লেখকের। এরপর, ২০১৮ সাল থেকে  একজন প্রতিষ্ঠিত লেখক হিসেবে নিজের আত্মপ্রকাশ করেন। বলছি প্রতিষ্ঠিত লেখক বরিশাল জেলার গর্ব ” মাহবুব নাহিদ ” এর কথা। প্রতি বছরই নিজের ভেতরের লেখক মন, ভাবনা, কল্পনার, অনুভূতির বহিঃপ্রকাশে বিভিন্ন জনড়ার বই প্রকাশ করে আসছেন লেখক। ২০২৪ ‘ সালের বই মেলায় তার লেখা ২ টি বই আসছে ।
রোমান্টিক ও প্রেম অনুরাগী দের কথা মাথায় রেখে লেখকের নতুন বই – “ভালোবেসে সখী নিভৃতে যতনে”। অনিম ও অবনীর প্রথম প্রেমের পদাচারণ, চোখে চোখে অনুভূতির খেলা , “হটাৎ উড়ে এসে জুড়ে বসা” স্নিগ্ধ ভালোবাসার গল্প সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে বইটিতে। এবং সমসাময়িক ও রাজনৈতিক বিষয়ের উপর আসছে লেখকের নতুন বই  -” বাজিগর” । যেখানে সাব্বিরের জীবন ৫বছরের ব্যবধানে আকাশ – পাতাল বদলে যায়।  মদের আড্ডায় পার্টি তে ডুবে থাকা সাব্বির ফিরে আসে ধর্মের পথে। কাহিনীর সম্প্রসারণ , গল্পের প্লট সুবিন্যস্ত ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
বই দুটি সংগ্রহ করতে চলে আসুন ২০২৪ ‘ এর একুশে বই মেলায়।
মাহবুব নাহিদ এর বইগুলো পেয়ে যাবেন, ” দাড়ি কমা প্রকাশনী ” স্টল নাম্বার – ৯৪। লেখক থাকছেন স্টলে। প্রত্যেক পাঠক কে “দাড়ি কমা প্রকাশনী ”  স্টল নাম্বার – ৯৪ তে স্বাগতম। পাওয়া যাবে অনলাইন বুক রকমারিতে। এছাড়াও লেখকের সাথে সরাসরি সাক্ষাৎ করে বই তে অটোগ্রাফ নেয়ার রয়েছে সুবর্ণ সুযোগ।
সংবাদ লাইভ/সাহিত্য

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।