ads
ঢাকারবিবার , ৩০ নভেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

পলিটেকনিক শিক্ষার্থীদের প্রথম জাতীয় বিতর্ক উৎসব

জোবায়েদ হোসেন, ডুয়েট প্রতিনিধি
নভেম্বর ৩০, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে প্রথমবারের মতো পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য জাতীয় বিতর্ক উৎসব আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিতর্ক সংগঠন ডিবেট বাংলাদেশ। দীর্ঘদিন ধরে দেশের সহশিক্ষা কার্যক্রমে পলিটেকনিক শিক্ষার্থীরা অবহেলিত ছিল, বিশেষ করে জাতীয় বিতর্ক অঙ্গনে তাদের অংশগ্রহণ ছিল প্রায় শূন্যের কোঠায়। অথচ প্রযুক্তি, উদ্ভাবন ও কারিগরি দক্ষতায় এগিয়ে থাকা লক্ষাধিক ডিপ্লোমা শিক্ষার্থী দেশের ভবিষ্যৎ শিল্প–অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রস্তুত। তাদের এই দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জাতীয় পর্যায়ের কোনো বিতর্ক প্রতিযোগিতা না থাকা ছিল বড় ঘাটতি।

এই প্রেক্ষাপটে পলিটেকনিক শিক্ষার্থীদের মতপ্রকাশ ও নেতৃত্ব চর্চার সুযোগ তৈরি করতে DUET Debating Society (DDS)-এর সহযোগিতায় ডিবেট বাংলাদেশ আয়োজন করছে “জাতীয় বিতর্ক উৎসব–২০২৫ (পলিটেকনিক ও কলেজ)”। দেশের বিতর্ক অঙ্গনে নতুন অধ্যায় সৃষ্টি করতে যাচ্ছে এই আয়োজন, যেখানে বিজয়ীদের জন্য মোট ৬৯ হাজার টাকার প্রাইজমানি ঘোষণা করা হয়েছে।

আয়োজনে পলিটেকনিক সেগমেন্টে এশিয়ান সংসদীয় পদ্ধতিতে মোট ৩২টি দল অংশ নেবে। ট্যাব পদ্ধতিতে তিন রাউন্ডের বিতর্ক অনুষ্ঠিত হবে ডুয়েট ক্যাম্পাসে আগামী ১৩ ও ১৪ ডিসেম্বর ২০২৫। নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০০ টাকা, এবং প্রাক-নিবন্ধনের শেষ তারিখ ৩ ডিসেম্বর ২০২৫।
এছাড়াও এই বিতর্ক উৎসবে কলেজ সেগমেন্টে এশিয়ান সংসদীয় পদ্ধতিতে মোট ১৬ টি দল অংশ নেবে।

আয়োজকরা আশা করছেন, এই উৎসব দেশের কারিগরি শিক্ষার্থীদের বিতর্ক অঙ্গনে অংশগ্রহণ বাড়াবে এবং জাতীয়ভাবে তাদের স্বীকৃতি পাওয়ার পথ আরও সুসংহত করবে। এছাড়াও এই আয়োজন দেশের কারিগরি ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, যুক্তিবাদী দক্ষতা ও মুক্তচিন্তার বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছে আয়োজক প্রতিষ্ঠান ডিবেট বাংলাদেশ।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।