আশরাফুল ইসলাম আকাশ, বগুড়া: বগুড়ার আজিজুল হক কলেজ মাঠ থেকে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে।
নিহত ব্যক্তির নাম সুমন কুন্ডু (৪৫)। আদমদিঘী বিহীগ্রামের মৃত সুনীল কুমার কুন্ডুর বড় ছেলে তিনি। তবে সে বগুড়া সদরের কালিতলা এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। কর্ম না থাকায় দীর্ঘদিন ধরে ভবঘুরে ছিলেন।
নিহতের স্ত্রী ও একটি কন্যা সন্তান রয়েছে বলেও জানা গেছে।
বৃস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন নিহতের ছোট ভাই সঞ্জয় কুমার কুন্ডু।
সঞ্জয় কুমার কুন্ডু জানিয়েছেন, আজিজুল হক কলেজ মাঠে উদ্ধারকৃত লাশ আমার বড় ভাইয়ের। আমরা পারিবারিকভাবে আলাদা আলাদা বাসায় থাকতাম। তবে কি কারণে সে এমন সিদ্ধান্ত নিয়েছেন আমি বলতে পারছি না।
নিহতের স্ত্রী চুমকি রাণী জানান, গতকাল বুধবার দুপুরে আমি ওয়াশরুমে ছিলাম। সেসময় আমার স্বামী বাড়ি থেকে বেরিয়ে যায়। তবে মোবাইল ও প্রয়োজনীয় ম্যানিবাগ রেখে যায়। এরপর তার সঙ্গে আর যোগাযোগ হয়নি।
এর আগে এদিন সকাল ৭টার দিকে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের কমার্স ভবনের সামনে একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে অবহিত করলে তারা ঘটনাস্থন পরিদর্শন করে।
সেসময় স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ হরিদাস মন্ডল জানান, সকালে কলেজ মাঠে খেলার সময় শিক্ষার্থীরা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে প্রাথমিক অবস্থায় কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কিভাবে এবং কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানার জন্য মরদেহ ময়নাতদন্ত করতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com