ads
ঢাকাবুধবার , ৩১ জুলাই ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

পটিয়ায় জাতীয় মৎস সপ্তাহের উদ্ধোধন

চট্রগ্রাম প্রতিনিধি
জুলাই ৩১, ২০২৪ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশথ এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় চট্টগ্রামের পটিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২৪ পালিত হয়েছে।

বুধবার (৩১ জুলাই) দুপুরে পটিয়া উপজেলা প্রশাসন ও  উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, মৎস পোনা অবমুক্ত, পুরষ্কার বিতরন ও প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী, মৎস্যজীবীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভূঞা জনী’র সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা স্বপন চন্দ্র দে ও উপজেলা তথ্য অফিসার উজ্জ্বল দাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম, ভাইস চেয়ারম্যান ডা. এমদাদুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস, উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, জেলা আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন।

অনুষ্ঠানে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৩ জন ব্যক্তি-প্রতিষ্ঠানকে সাফল্য স্মারক প্রদান করা হয়। তারা হলেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৎস উৎপাদনের জন্য সফল মৎস চাষি হিসেবে জাকারিয়া ডালিম, হাইদগাঁও ইউনিয়নের আনোয়ার এগ্রো ফার্মসের মালিক মো. আনোয়ার হোসেন হেলাল ও সফল পোনা উৎপাদনকারী হিসেবে পৌর সদরের ইউছুপ আলীকে সাফল্য স্মারক প্রদান করেন মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি।

প্রধান অতিথির বক্তব্যে মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আগামী ২০৪১ সালে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ৮৫ লাখ মেট্রিক টন অর্জন করতে খামার যান্ত্রিকীকরণের পাশাপাশি অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় মৎস্যচাষ প্রযুক্তির ব্যবহার করে প্রতিটি পর্যায়ে উৎপাদনশীলতা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। নদী-নালা, খাল-বিলে পোনা অবমুক্তকরণ, মৎস্য হ্যাচারি আধুনিকায়ন, খাঁচায় মাছ চাষ প্রযুক্তি ও অভয়াশ্রম প্রতিষ্ঠার মাধ্যমে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়ানোর জন্য উপজেলার প্রান্তিক মৎস চাষিদের প্রতি আহবান জানান।

তিনি আরো বলেন, সম্প্রতি বাংলাদেশ চীনকে টপকিয়ে মিঠা পানির মাছ উৎপাদনে দ্বিতীয় হয়েছে। প্রযুক্তির সঠিক ব্যবহার করে মাছ উৎপাদনে আমরা প্রথম হতে চাই। সামুদ্রিক মাছের অবস্থান, গতিবিধি, মজুদ নিরূপণ ও আহরণের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিচ্ছে সরকার। মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার মধ্য দিয়ে  প্রকৃত জেলেদের শনাক্ত করে তাদের নিবন্ধন ও পরিচয়পত্র দেয়া হয়েছে। বর্তমানে বিশ্বের ৫০টিরও অধিক দেশে বাংলাদেশ মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে। বিশ্ববাজারে আর্থিক মন্দাবস্থা থাকা সত্ত্বেও ২০২৩-২৪ অর্থবছরে ৭৭ হাজার ৪শ ৮ টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানির মাধ্যমে প্রায় ৪ হাজার ৪শ ৯৬ কোটি ৩৮ লাখ টাকার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে। আগামী ২০৩০ সালের মধ্যে পাঁচ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আলোচনা সভা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সফল মৎস চাষি কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম, সফল মৎস চাষি জি এম কাদের, পটিয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এটিএম তোহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাহাব উদ্দিন,  ইসলামিক ফাউণ্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, আলোচনা সভা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান পূর্বে প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষি ও মৎস জীবীদের সাথে নিয়ে উপজেলা চত্বর থেকে শুরু হয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা চট্টগ্রাম পটিয়া কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা উপজেলা প্রাঙনে এসে শেষ হয়। এরপর উপজেলা পুকুরে বিভিন্ন প্রজাতির মৎস পোনা অবমুক্ত করেন স্হানীয় সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস দপ্তরের কর্মকর্তারা।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।